শিরোনাম
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

কবুতর রেসিং

নিজস্ব প্রতিবেদক, সিলেট

কবুতর রেসিং

সিলেট শহর থেকে বটেশ্বর ক্যান্টনমেন্ট এলাকার দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। সিলেটের কয়েকজন সৌখিন কবুতর খামারি শখের কবুতর নিয়ে জড়ো হন সেখানে। সবগুলো কবুতরই রেসার প্রজাতির। পথ চিনে কার কবুতর কত সময়ের মধ্যে বাসায় ফিরতে পারে তা পরীক্ষার জন্যই আয়োজন করা হয়েছে ‘কবুতর রেসিং’ প্রতিযোগিতা। সিলেট বিভাগে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেছিল সিলেট পিজিওন ক্লাব। প্রতিযোগিতায় অংশ নেয় ১০টি কবুতর। গতকাল সকাল সোয়া ৯টায় কবুতরগুলো যখন বটেশ্বর এলাকা থেকে খাঁচাম্ক্তু করা হয় তখন উপস্থিত দর্শকের অনেকেরই প্রশ্ন ছিল নীল আকাশে ভেসে ১৫ কিলোমিটার দূরে শহরের নিজ নিজ বাসায় কবুতরগুলো ফিরতে পারবে তো? দর্শকদের খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। উড়াল দেওয়ার ১৯ মিনিটের মাথায় সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাইর প্রতিযোগী কলিমউল্লাহ ও শামীম আহমদের বাসা থেকে ফোন আসে তাদের কবুতর বাসায় ফিরে এসেছে। ৪৪ মিনিটের মাথায় নিজের কবুতর বাসায় ফেরার খবর পান বালুচরের রাজি আহমদ। রেসিং প্রতিযোগিতায় আরও অংশ নেয় মোশাররফ হোসেন, আতিকুর রহমান, হাসান চৌধুরীর কবুতর। পিজিওন ক্লাবের সভাপতি কলিমউল্লাহ বলেন- সিলেট বিভাগে প্রথমবারের মতো এ রেসিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন করা হয়েছে। বাকি দুইপর্ব কয়েক দিনের মধ্যে অনুষ্ঠিত হবে। সিলেটে কবুতর পালনে সৌখিন লোকজনকে উদ্বুদ্ধ করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর