মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

মুক্তি পেল ওরা চারজন

আদালত প্রতিবেদক

মুক্তি পেল ওরা চারজন

রাজধানীর রামপুরা থানার মানব পাচার মামলায় অদম্য বাংলাদেশ ফাউন্ডেশনের চার সদস্যকে জামিন দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম ইউসুফ হোসেন এ আদেশ দেন। জামিনপ্রাপ্তরা হলেন, অদম্য বাংলাদেশের আরিফুর রহমান, হাসিবুল হাসান সবুজ, জাকিয়া সুলতানা ও ফিরোজ আলম খান শুভ। এর আগে রামপুরা থানার এসআই মোজাম্মেল হক আসামিদের বিরুদ্ধে শিশু পাচারের অভিযোগের প্রমাণ না পাওয়ায় এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন আদালতে। এ বিষয়ে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, অদম্য বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে ওই শিশুদের আটকে রাখেনি বলে তদন্তে উঠে এসেছে। এ ছাড়া অভিযোগ ছিল তথ্যগত ভুল। এ কারণে মামলার দায় থেকে আসামিদের অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে। এর আগে ১২ সেপ্টেম্বর রামপুরার বনশ্রীর ‘সি’ ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে ১০ শিশুকে উদ্ধার করে পুলিশ। এ সময় আরিফুর রহমান, হাসিবুল হাসান সবুজ, জাকিয়া সুলতানা ও ফিরোজ আলম খান শুভকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে রামপুরা থানায় মানব পাচার আইনে মামলা করেন উদ্ধার এক শিশুর চাচা। পরে ওই মামলায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার অনুমতি পায় পুলিশ। তখন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, অদম্য বাংলাদেশের এনজিও কার্যক্রম চালানোর নিবন্ধন নেই।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর