মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

রাঙামাটি কারাগারে মিয়ানমারের গেরিলা নেতা ডা. রেনিন

রাঙামাটি প্রতিনিধি

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গেরিলা গ্রুপ আরাকান আর্মির শীর্ষ নেতা ডা. রেনিন সুয় মারমাকে পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল রাঙামাটি কারাগারে পাঠানো হয়েছে। দুপুর ১টার দিকে রাঙামাটি অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা আলীর আদালতে হাজির করা হলে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়। রাঙামাটি রাজস্থলী উপজেলা কর্মকর্তা অহিদ উল্লাহ সরকার জানান, পাঁচ দিনের রিমান্ড শেষে পুলিশ কড়া নিরাপত্তায় আসামি ডা. রেনিন মারমাকে আদালতে হাজির করে। এ সময় সরকার ও আসামি পক্ষের কোনো আবেদন না থাকায় আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। ডা. রেনিনকে সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। পাঁচ দিনের রিমান্ডে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তার কাছ থেকে বেশ কিছু তথ্যও পাওয়া গেছে। তবে মামলার তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না। রাঙামাটির সহকারী পুলিশ সুপার আবুল কাশেম জানান, আগামী ২ নভেম্বর মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে। রিমান্ডে রেনিনের দেওয়া তথ্যের বিষয়ে তদন্ত করা হবে। প্রয়োজনে পুলিশ আবারও রিমান্ড চাইতে পারে। উল্লেখ্য, গত ১৩ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে রাঙামাটির রাজস্থলী উপজেলার ইসলামপুরের একটি নির্মাণাধীন মসজিদ থেকে ডা. রেনিনকে গ্রেফতার করে পুলিশ ও বিজিবি সদস্যরা। তার বিরুদ্ধে রাজস্থলী থানায় তিনটি পৃথক মামলা রয়েছে।

সর্বশেষ খবর