শিরোনাম
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

‘প্রশ্নপত্র ফাঁস’ নিয়ে  বৈঠকে বসল স্বাস্থ্য অধিদফতর

সমঝোতা হয়নি দুই ঘণ্টায়ও

নিজস্ব প্রতিবেদক

অবশেষে প্রশ্নপত্র ফাঁস অভিযোগে আন্দোলনরত মেডিকেল ভর্তিচ্ছুদের নিয়ে আলোচনায় বসল স্বাস্থ্য অধিদফতর। তবে গতকাল রাত ৮টা থেকে প্রায় সাড়ে ১০টা পর্যন্ত বৈঠক করেও  কোনো সমঝোতায় আসতে পারেনি তারা। বৈঠকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। তবে ওই তদন্ত কমিটিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে দুজন আইটি এক্সপার্ট রাখার দাবি জানালে তা নাকচ  করে দেন অধিদফতরের মহাপরিচালক (ডিজি) দীন মোহাম্মদ নুরুল হক। এতে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা নাখোশ হয়ে অধিদফতরের সিদ্ধান্তকে বর্জন করেন। ফলে চলমান মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে চলমান ইস্যুতে প্রথমবারের মতো সরকারের সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে আলোচনায় বসলেও শেষ পর্যন্ত কোনো সমাধানের দ্বার উন্মোচন সম্ভব হয়নি। গতকাল রাতের বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় বাংলাদেশ  মেডিকেল অ্যাসোসিয়েশনে অনুষ্ঠিত বৈঠকে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে ডিজি ছাড়াও পরিচালক (শিক্ষা) ডা. হান্নান ও পরীক্ষা পরিচালনা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে শিক্ষার্থীদের পক্ষে অধ্যাপক সৈয়দ আবুল মকসুদ, সাংবাদিক আবু সাঈদ খান, আন্দোলনের সমন্বয়কারী অভিভাবক ড. বোরহান উদ্দিন ও বেশ কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সব মিলিয়ে বৈঠকে মোট ১৭ জন অংশ নেন। এদিকে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে ১৭ সদস্যবিশিষ্ট গণতদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ খবর