বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

চারজনের বিরুদ্ধে মামলা, পালিয়েছে জামাই

ঝিনাইদহ প্রতিনিধি

চারজনের বিরুদ্ধে মামলা, পালিয়েছে জামাই

ফরাসপুর গ্রামে পেট্রল ঢেলে আগুনে মা ও মেয়েকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের ছেলে সনি বিশ্বাস বাদী হয়ে কামাল শেখের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চারজনকে আসামি করে নারী ও শিশু নির‌্যাতন এবং এসিড আইনে এ মামলা দায়ের করেছেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) সঙ্গীয় ফোর্স নিয়ে আসামির বাড়ি যশোর সদর উপজেলার লেবুতলা আগ্রাইল গ্রামে অভিযান চালায়। কিন্তু জামাই কামাল বাড়িঘরে তালা লাগিয়ে সপরিবারে পালিয়ে গেছে বলে ওসি আনোয়ার হোসেন জানান। অপরদিকে নিহতদের ময়নাতদন্ত শেষে রাতেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ছাড়া অগ্নিদগ্ধে আহত নজরুল ইসলাম চান মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে পরিবার সূত্র  থেকে জানা গেছে। উল্লেখ্য, সোমবার দিবাগত রাতে ফরাসপুর গ্রামে ঘরে আগুন দিয়ে তাসলিমা খাতুন (৪০) ও তার মেয়ে তাসমিয়াকে (দেড় বছর) পুড়িয়ে হত্যা করা হয়। এতে দগ্ধ হয়েছেন তাসলিমা খাতুনের স্বামী নজরুল ইসলাম চান মিয়া ও তাদের আরেক মেয়ে উর্মি খাতুন (২০)। তারা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নিহতদের পরিবারের ধারণা বড় মেয়ের স্বামী কামাল  হোসেন  পেট্রল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দিয়েছে।

 

 

 

সর্বশেষ খবর