বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

আঙ্গুলের ছাপে সিম নিবন্ধন করলেন জয়

নিজস্ব প্রতিবেদক

বায়োমেট্রিক পদ্ধতিতে (আঙ্গুলের ছাপ) পরীক্ষামূলক সিম নিবন্ধন কার্যক্রম শুরু হলো বাংলাদেশে। গতকাল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিজের নামে একটি সিম নিবন্ধনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

এ সময় প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় দেশ। এ জন্য আমি গর্বিত। দেশের জন্য কিছু করার ইচ্ছা ছিল। তাই ডিজিটাল বাংলাদেশ গঠনে বুদ্ধি ও পরামর্শ দিয়েছি। আর বাস্তবায়ন করেছেন আপনারা (কর্মকর্তারা)। এ জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। বাংলাদেশ যেভাবে তথ্য-প্রযুক্তির ধারায় এগিয়ে যাচ্ছে, সেভাবে এগিয়ে গেলে অনেক দেশের জন্যই অনুকরণীয় হবে।’ এ কার্যক্রমের উদ্বোধনকালে রাষ্ট্রায়ত্ত কোম্পানি টেলিটকের একটি সিম জয়ের নামে নিবন্ধন করা হয়। এ সময় তিনি আঙ্গুলের ছাপ দিলে টেলিটকের সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে তার জাতীয় পরিচয়পত্রের তথ্য আসে এবং সেটি দেখে কর্মকর্তারা তার নামে সিম নিবন্ধন করেন। এর পর জয়কে টেলিটকের একটি সিম হস্তান্তর করেন ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী। সিমের দাম বাবদ ১৮০ টাকা পরিশোধ করেন জয়। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম, বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ সময় উপস্থিত ছিলেন। তারানা হালিম বলেন, ‘তথ্য-প্রযুক্তি উপদেষ্টার নম্বরে ১৬ সংখ্যার আধিক্য রয়েছে। কারণ এটি আমাদের বিজয়ের সংখ্যা।’ ১ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে গ্রাহকরা মোবাইল অপারেটরগুলোর কাস্টমার কেয়ার সেন্টার থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করতে পারবেন। বায়োমেট্রিক পদ্ধতির বাধ্যতামূলক প্রয়োগ শুরু হবে ১৬ ডিসেম্বর থেকে। জয় সকালে মন্ত্রণালয়ে পৌঁছলে প্রতিমন্ত্রী তারানা হালিম তাকে স্বাগত জানান। এরপর মন্ত্রণালয়, নিয়ন্ত্রক সংস্থা ও বিভিন্ন সরকারি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার উপদেষ্টা।

সর্বশেষ খবর