শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে তিনজনকে অপহরণ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্স আটকে সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে অপহরণ করেছে অস্ত্রধারীরা। অপহৃতরা হলেন- পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য জামায়াত নেতা আবু তৈয়ব (৩৮), ব্যবসায়ী আবু বক্কর (২৮) ও তার বন্ধু শাহ আলম (৩৬)। উপজেলার বাইশারী-ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালায় গতকাল সকালে এ ঘটনা ঘটে।

অপহৃত আবু বক্করের বোন শাকেরা বেগম জানান, তার ভাইসহ তিনজন অসুস্থ রোগী নিয়ে চট্টগ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। তাদের বহনকারী নোয়া গাড়িটি (চট্ট মেট্রো-ক-১১-৫৫৩৩) বাইশারী-ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালায় পৌঁছলে গাড়িটি গতিরোধ করে ১০-১২ জনের একটি অস্ত্রধারী দল। এরপর  রোগী ও চালককে রেখে তিনজনকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অপহরণের পর তার ভাইয়ের মোবাইল ফোন থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। দাবিকৃত টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়। স্থানীয়রা জানান, বাইশারী-ঈদগড় সড়কে প্রায় অপহরণের ঘটনা ঘটে। সড়কের হিমছড়ির ঢালা এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য স্থানীয়রা দীর্ঘদিন দাবি জানিয়ে আসছে। কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে না। রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মজিদ জানান, গাড়িচালক আবদুর রহিমকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে।

সর্বশেষ খবর