শিরোনাম
সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

এমপি লিটনের জামিন নামঞ্জুর

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা এবং হাফিজার রহমান মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ি ভাঙচুরের পৃথক দুটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের জামিন আবেদনের শুনানি গতকাল অনুষ্ঠিত হয়। শুনানি শেষে সুন্দরগঞ্জ আমলি আদালতের দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওয়াহিদুজ্জামান দুটি মামলাতেই তার জামিনের আবেদন নামঞ্জুর করেন।

গতকাল এমপি লিটনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি। এমপি লিটনের আইনজীবীরা গত ২১ অক্টোবর আদালতে দ্বিতীয় দফা জামিনের আবেদন করেন। বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাইনুল হাসান ইউসুফ আবেদনটি গ্রহণ করে ২৫ অক্টোবর শুনানির দিন ধার্য করেছিলেন। এমপি লিটনের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম বাবু জামিনের শুনানি করেন। অপর পক্ষে পুলিশের জিআরও এবং সরকারপক্ষের আইনজীবী শুনানিতে অংশ নেন। প্রসঙ্গত, গত ২ অক্টোবর সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ এলাকায় এমপি লিটনের ছোড়া পিস্তলের গুলিতে আহত হয় শিশু সৌরভ। এ ঘটনায় সৌরভের বাবা বাদী হয়ে ৩ অক্টোবর এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। এ ছাড়া এমপি লিটনের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে গত ৬ অক্টোবর সুন্দরগঞ্জ থানায় আরও একটি মামলা করেন সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের বাসিন্দা হাফিজার রহমান মণ্ডল।

সর্বশেষ খবর