সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

নোয়াখালীতে ছাত্রলীগ মাগুরায় আওয়ামী লীগ কর্মী খুন

প্রতিদিন ডেস্ক

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীতে ছাত্রলীগ কর্মী তারেক হোসেন স্বপন ও মাগুরায় আওয়ামী লীগ কর্মী আরব লস্কর খুন হয়েছেন।

আমাদের নোয়াখালী প্রতিনিধি জানান, দলীয় আধিপত্যকে কেন্দ্র করে চাটখিল পৌরসভার ছয়ানী-টগবা গ্রামে ছাত্রলীগ কর্মী তারেক হোসেন স্বপনকে (২৪) নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ ছাত্রলীগ কর্মীরা। গতকাল বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তারেক চাটখিল পৌরসভার ছয়ানী-টগবা গ্রামের ছিদ্দিক উল্যার ছেলে। সে পৌর ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। স্থানীয়রা জানান, চাটখিল পৌর ছাত্রলীগের সম্মেলনের সময় নবনির্বাচিত সাধারণ সম্পাদক রবিউল আউয়াল রবিনের বিরোধিতা করে তারেক হোসেন স্বপন। এ বিরোধিতার জের ধরে গতকাল বেলা ১১টার দিকে রবিনের নেতৃত্বে ছাত্রলীগ কর্মী রাব্বি, রিশাদসহ ছয়-সাতজন কর্মী অস্ত্র নিয়ে স্বপনের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা ঘুমন্ত স্বপনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। স্থানীয়রা স্বপনকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমাদের মাগুরা প্রতিনিধি জানান, শালিখা উপজেলার গঙ্গারামপুর গ্রামে শনিবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আরব লস্কর (৩৫) নামে এক আওয়ামী লীগ কর্মী খুন হয়েছেন। নিহত আরব লস্কর গঙ্গারামপুর গ্রামের ওয়াজেদ লস্করের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, গঙ্গারামপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা মাকছুদুর রহমান ডলার এবং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ শেখের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের একপর্যায়ে শুক্রবার দুপুরে বিভিন্ন অভিযোগে ফরিদ গ্রুপের শামীম নামে এক যুবককে শালিখা থানা পুলিশ আটক করে ও পরে বিকালে ছেড়ে দেয়। এ আটকের ঘটনায় ডলার গ্রুপের সমর্থক আরব লস্করকে দায়ী করে ফরিদ গ্রুপের লোকজন। এ নিয়ে উত্তেজনার একপর্যায়ে শনিবার সকাল ৮টার দিকে ফরিদ গ্রুপের সমর্থকরা আরব লস্করের বুকে ধারালো বল্লম দিয়ে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তারা জানান, নিহত আরব লস্কর মাকছুদুর রহমানের মাধ্যমে চলতি বছরের প্রথম দিকে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেন। এই দলবদল নিয়ে তার ওপর ক্ষুব্ধ ছিল প্রতিপক্ষ ফরিদের সমর্থকরা। শালিখা থানার ওসি আবু জিহাদ খান জানান, আওয়ামী লীগ সমর্থক দুই নেতা ডলার ও ফরিদ গ্রুপের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর