শিরোনাম
সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই

নিজস্ব প্রতিবেদক

কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার দিনক্ষণ ঘনিয়ে আসায় কাক্সিক্ষত পদ পেতে জোর লবিং, তদবির চালাচ্ছেন পদপ্রত্যাশী সংগঠনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মহানগর ও জেলা নেতারা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছাত্রলীগের সভাপতি-সম্পাদক, সাবেক ছাত্রনেতা, আওয়ামী লীগের সিনিয়র নেতা ও মন্ত্রীদের বাসা, অফিসে ধরনা দিচ্ছেন তারা। পূর্ণাঙ্গ কমিটি গঠনে ইতিমধ্যে পদপ্রত্যাশী ছাত্রনেতাদের সিভি নেওয়া হয়েছে। সেসব সিভি এখন যাচাই-বাছাই চলছে। চলতি মাসের যে কোনো দিন ঘোষণা হতে পারে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি। সংগঠনের শীর্ষ নেতৃত্ব এমন আভাসই দিয়েছেন। 

ছাত্রলীগ সূত্র জানিয়েছে, ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনটিতে সহ-সভাপতি ৪১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ১০ জন, সাংগঠনিক সম্পাদক ১০ জনসহ মোট ২৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের কথা বলা হয়েছে। এবার পূর্ণাঙ্গ কমিটিই ঘোষণার প্রস্তুতি চলছে। বিগত দিনে রাজপথের সক্রিয় কর্মী, মেধাবী ও ক্লিন ইমেজের ছাত্রনেতারাই স্থান পাচ্ছেন এ কমিটিতে। অনুপ্রবেশকারী ঠেকাতে সিভি অনুযায়ী গ্রামের বাড়িতেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। গত ২৬ জুলাই ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনের মাধ্যমে সাইফুর রহমান সোহাগ সভাপতি ও এস এম জাকির হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই সঙ্গে আজিজুল হক রানা সিনিয়র সহ-সভাপতি, আসাদুজ্জামান নাদিম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোবারক হোসাইন সিনিয়র সাংগঠনিক সম্পাদক হন। সংগঠনের নেতারা জানান, ছাত্রলীগের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে সতর্কতার সঙ্গে। সংগঠনে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে পদপ্রত্যাশী একাধিক নেতা জানিয়েছেন, অতীতে ছাত্রলীগ করেননি এমন অনেকেই কেন্দ্রীয় কমিটিতে পদ নেওয়ার জন্য চেষ্টা করছেন। তাদের অনেকেই অতীতে ছাত্রদলের নিয়মিত কর্মসূচিতে অংশ নিয়েছেন। ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ছাত্রলীগে কোনো অনুপ্রবেশকারীর স্থান হবে না। কারা ছাত্রলীগ আর কারা ছাত্রদল করেন তা আমরা চিনি ও জানি। বিগত দিনে যারা রাজপথে থেকে ছাত্রলীগের কর্মসূচি সফল করেছেন, যারা মেধাবী ও ক্লিন ইমেজের তাদেরই ছাত্রলীগের কমিটিতে রাখা হবে। কারও বিরুদ্ধে ন্যূনতম অভিযোগ থাকলে তাকে কমিটিতে নেওয়া হবে না। তিনি বলেন, পূর্ণাঙ্গ কমিটি খুব শিগগিরই ঘোষণা করা হবে। আমরা কাজ গুছিয়ে এনেছি। ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সিভি নেওয়া হয়েছে। সেগুলো যাচাই-বাছাই করছি। তাড়াতাড়িই কমিটি ঘোষণা করা হবে।

সর্বশেষ খবর