শিরোনাম
সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ছিনতাইয়ের পর পিটিয়ে ও গাড়ি চাপায় হত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ছিনতাইকারীর হাতে অনন্ত বিশ্বাস (২৮) নামে এক রিকশা চালক খুন হয়েছেন। গতকাল ভোরে ছিনতাইকারীরা পিটিয়ে ও গাড়ি চাপা দিয়ে অনন্তকে হত্যা করে। তার বাবার নাম অনীল চন্দ্র। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধা সদরের কলেজপাড়ায়।

নিহতের স্ত্রী কাকলী বিশ্বাস জানান, ভোরে পূজার ছুটি শেষে তারা গাইবান্ধা  থেকে বাসযোগে ঢাকায় আসেন। কুড়িল বিশ্বরোড এলাকায় নেমে মিরপুরের শেওড়াপাড়া যাওয়ার জন্য অন্য বাসের অপেক্ষায় ছিলেন। এ সময় একটি পিকআপ ভ্যান থেকে দুজন লোক নেমে তার গলা থেকে সোনার চেইন ও টাকা ছিনিয়ে নেয়। অনন্ত এগিয়ে এলে ছিনতাইকারীরা তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। যাওয়ার সময় ওই দুই দুর্বৃত্ত পিকআপ ভ্যানে চাপা দিয়ে অনন্তকে হত্যা করে। খিলক্ষেত থানার ওসি শহিদুল হক বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে খিলক্ষেত থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাত দুজনকে আসামি করা হয়েছে। হত্যার ঘটনায় ব্যবহৃত পিকআপ ভ্যান ও দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। ইতিমধ্যে সিসিটিভির বেশকয়েকটি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। আশা করছি দ্রুতই দুর্বৃত্তদের গ্রেফতার করা সম্ভব হবে। এদিকে পৃথক ঘটনায় আরও তিনজন খুন হয়েছেন। নিহতরা হলেন- পুরান ঢাকায় নুরুজ্জামান (২৮), শ্যামপুরে আফসানা আক্তার মিম (১৯) ও তুরাগে অজ্ঞাত কিশোর (১৪)। পুলিশ তাদের লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে। কোতোয়ালি থানার এসআই দেলোয়ার হোসেন জানান, গতকাল ভোরে পুরান ঢাকার ইসলামপুর এলাকা থেকে নুরুজ্জামান নামে এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের গ্রামের বাড়ি ফরিদপুরে। তিনি দর্জির কাজ করতেন। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যার পর ১১ তলা ভবনের ওপর থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে জখম ও গলায় কোনো কিছু দিয়ে শ্বাসরোধ করার চিহ্ন রয়েছে। ভবনের দারোয়ান ও স্থানীয় কয়েকজনের বরাত দিয়ে তিনি বলেন, নুরুজ্জামান রাতে ওই ভবনের ১১ তলায় ছিলেন। কেউ তাকে শ্বাসরোধে হত্যার পর নিচে ফেলে দিয়েছে। গতকাল ভোরে শ্যামপুরের নতুন আলীবহর এলাকার ৯৪৩ নম্বর বাসায় মিমকে শ্বাসরোধে হত্যা করেছে তার স্বামী। ঘটনার পর থেকে নিহতের স্বামী মহসিন পলাতক। পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে মিমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

সর্বশেষ খবর