মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

দলীয় ব্যানারে ইউপি নির্বাচনে রক্তের হোলি খেলা হবে : এরশাদ

টাঙ্গাইল প্রতিনিধি

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এমপি বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় ব্যানারে করা হলে পরিবারের মধ্যে রক্তের হোলি খেলা শুরু হবে। এ নির্বাচন দুরভিসন্ধিমূলক। নীলনকশার নির্বাচন করে সরকার ক্ষমতা চিরস্থায়ী করতে চায়। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন। এ কমিশন দিয়ে আজিজ মার্কা নির্বাচন দেশের জনগণ মেনে নেবে না। এরশাদ আরও বলেন, দুই বিদেশি হত্যা সম্পর্কে সরকার আজও কোনো কূলকিনারা করতে পারেনি। কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি। উল্টো যে পুলিশ নিরাপত্তা দেবে সেই পুলিশও খুন হচ্ছে। সরকার জনগণের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ। তিনি টিআইবির রিপোর্টের সমালোচনা করে বলেন, জাতীয় সংসদে বিরোধী দলের কাজ কি শুধু চেয়ার ভাঙা আর ওয়াকআউট করা? আমরা তা না করে সরকারের গঠনমূলক সমালোচনা করে দেশের উন্নয়নে ভূমিকা রাখছি। তিনি সোমবার দুপুরে টাঙ্গাইল ভাসানী হল মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এরশাদ আরও বলেন, দেশের মানুষ আজ ভালো নেই। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আজ জনগণের নাভিশ্বাস উঠছে। এরশাদের আমল ছিল স্বর্ণযুগ। মানুষ আজ আবার সেই এরশাদের আমল ফিরে পেতে চায়। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. আবুল কাশেমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি। বিশেষ অতিথির বক্তৃতা করেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এমপি, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব মুহাম্মদ মোজাম্মেল হক, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভুইয়া, জহিরুল ইসলাম জহির, নুরুল ইসলাম নুরু, সাবেক এমপি শামসুল হক তালুকদার, কেন্দ্রীয় নেতা আশরাফ সিদ্দিকী, জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম চাকলাদার, দলের ঘাটাইল উপজেলা সভাপতি সুজাউদ্দিন আহমেদ প্রমুখ। পাঁচ বছর পর জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়। রবিবার সকাল থেকে বিভিন্ন উপজেলা জাতীয় পার্টির নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে ভাসানী হল প্রাঙ্গণে সমবেত হন। দুপুর ১২টার দিকে সম্মেলন শুরু হয়। ১২টা ২০ মিনিটে এরশাদ সভামঞ্চে এসে আসন গ্রহণ করেন। এ সময় উপস্থিত নেতা-কর্মীদের স্লোগানে ভাসানী হল মুখরিত হয়ে ওঠে। ১টা ৫৫ মিনিট থেকে ২টা ৩০ মিনিট- এ ৩৫ মিনিট সাবেক রাষ্ট্রপতি এরশাদ বক্তব্য দেন। তিনি বলেন, দেশকে একমাত্র জাতীয় পার্টি রক্ষা করতে পারে। জাতীয় পার্টি ক্ষমতায় এলে দেশের মানুষ সুবিচার পাবে, শান্তিতে বসবাস করতে পারবে। জাতীয় পার্টিকে ধ্বংসের জন্য সব সময় ষড়যন্ত্র চলছে। কোনো ষড়যন্ত্রই জাতীয় পার্টির অগ্রযাত্রা ব্যাহত করতে পারবে না। তিনি বলেন, বন্যার সময় কোমর-পানিতে নেমে ঘরে ঘরে গিয়ে মানুষের মুখে আহার তুলে দিয়েছিলাম। দেশের কল্যাণে, উন্নয়নে কাজ করেছি। তাই আজ মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর