মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

১০ নির্বাচন কর্মকর্তাকে গুলি করে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন সচিবালয়ের ১০ কর্মকর্তাকে মোবাইল ফোনে চাঁদা চেয়ে হুমকি দেওয়া হয়েছে। এ ছাড়া চাঁদা দাবির পাশাপাশি কয়েকজনকে গুলি করার হুমকিও দেওয়া হয়েছে। এ বিষয়ে গতকাল শেরেবাংলানগর থানায় ইসির সাধারণ শাখার পক্ষ থেকে একটি ডায়েরিও করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

এ বিষয়ে ইসির কয়েকজন কর্মকর্তা বলেছেন,  আজ (গতকাল) সকালে ফোনে চাঁদা দাবি করে গুলি করার হুমকি দেওয়া হয়। দুজন ব্যক্তির পরিচয়ে এ হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতাদের একজন নিজেকে পেটকাটা বাবু ও অপর একজন নিজেকে শীর্ষ সন্ত্রাসী শাহাদাত দাবি করেছেন বলে জানান ইসির কর্মকর্তারা। গতকাল সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে ইসির ১০ জন কর্মকর্তার মোবাইলে ফোন করে চাঁদা দাবি করা হয়। জানা গেছে, সচিবালয়ের অতিরিক্ত সচিব, উপ-সচিব ও সহকারী সচিব পর্যায়ের ১০ জন কর্মকর্তাকে একই নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর