বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
অষ্টম কলাম

বিপুল ধনরত্নসহ সাড়ে তিন হাজার বছরের কঙ্কাল

প্রতিদিন ডেস্ক

প্রচুর ধনরত্ন নিয়ে প্রায় সাড়ে তিন হাজার বছর ধরে নির্ঝঞ্ঝাটে কবরে শুয়েছিলেন গ্রিসের এক যোদ্ধা।

গ্রিসে সম্প্রতি একটি কবর আবিষ্কার করেছে মার্কিন প্রত্নতত্ত্ববিদরা। সেই কবর থেকে উদ্ধার করা হয়েছে একটি মানব কঙ্কাল। যার বয়স অন্তত সাড়ে তিন হাজার বছর। আর যার কঙ্কাল উদ্ধার করা হয়েছে তিনি একজন বীর। তার শরীর মোড়ানো ছিল দামি অলঙ্কারে। কবরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধনরত্মের সম্ভার। তার তরবারিটাও অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে। কবরটি ২.৪ মিটার লম্বা, ১.৫ মিটার চওড়া। প্রত্নতত্ত্ববিদরা বলছেন, গ্রিসে গত ৬৫ বছরের মধ্যে এরকম কোনো কবর আবিষ্কার হয়নি। তারা পরীক্ষা করে দেখেন, গয়নাগুলো মিনোয়ান সভ্যতার। ২০০০ খ্রিস্ট পূর্বাব্দে ক্রিট দ্বীপে এই সভ্যতার আবির্ভাব হয়। অনলাইন।

 

সর্বশেষ খবর