রবিবার, ১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
অষ্টম কলাম

সিরিয়ায় বিশেষ বাহিনী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রতিদিন ডেস্ক

সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র তার একটি বিশেষ বাহিনী পাঠানোর পরিকল্পনা জানিয়েছে। পরিকল্পনা অনুযায়ী সেখানে ৫০ জনের কম বিচক্ষণ সেনাকে সিরিয়ার উত্তরাঞ্চলে পাঠানো হবে। হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেন, আইএসের বিরোধী শক্তিগুলোকে সহায়তার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি আইএসের বিরুদ্ধে কুর্দি বিদ্রোহীদের লড়াইয়েরও প্রশংসা করেন। তবে সিরিয়ায় বিশেষ বাহিনী পাঠানোর যুক্তরাষ্ট্রের এ পরিকল্পনার কঠোর সমালোচনা করেছে রাশিয়া। এদিকে সিরিয়া থেকে পাওয়া খবরে জানা গেছে, দামেস্কের কাছে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা একটি শহরে বোমা হামলায় অন্তত ১৪১ জন মারা গেছে। সিরিয়ার একটি মানবাধিকার সংস্থা বলছে, বাশার বাহিনীর মিসাইল হামলায় ওই হতাহতের ঘটনা ঘটে।

সিরিয়া সংকট নিরসনে ভিয়েনা আলোচনা আরও চলবে : সিরিয়ার গৃহযুদ্ধে বিবদমান পক্ষগুলোকে যেসব দেশ সমর্থন দিয়েছে তারা পরশু দেশটির সংকট সমাধান নিয়ে ভিয়েনায় বৈঠকে বসেছিল। সেখানে তারা একটি যুদ্ধবিরতি সৃষ্টির প্রতিশ্র“তি দিয়েছে। যদিও তারা দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভবিষ্যৎ প্রশ্নে একমত হতে পারেনি। যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও তাদের মিত্ররা বাশারকে ক্ষমতায় রাখতে রাজি নয়। অন্যদিকে রাশিয়া ও ইরান বাশারকে ক্ষমতায় রেখে সমাধানে পক্ষপাতী। এ বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে আবারও আলোচনায় বসবে দেশগুলো। এএফপি, বিবিসি।

সর্বশেষ খবর