সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
প্রধানমন্ত্রী যাচ্ছেন কাল

নেদারল্যান্ডসের সঙ্গে চার চুক্তি হবে

কূটনৈতিক প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন। টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটাই ইউরোপের কোনো দেশে প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক সফর। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণের এই সফরে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের  মধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে চারটি চুক্তি স্বাক্ষর হবে। সফরের পর চলতি নভেম্বরের মাঝামাঝি জাতিসংঘ মহাসচিবের বিশেষ উপদেষ্টা হিসেবে ঢাকা সফরে আসবেন নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসব তথ্য জানান। এ সময় তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ জানানো হবে বলেও মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৩ থেকে ৯ নভেম্বরের এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও তার সরকারি বাসভবনে আনুষ্ঠানিক নৈশভোজে অংশগ্রহণ করবেন। তিনি নেদারল্যান্ডসের রয়েল প্যালেসে রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ ছাড়াও সে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের নিয়ে আয়োজিত সেমিনারে বক্তব্য দেবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের রটারডাম পোর্ট পরিদর্শনসহ নদী খনন, সমুদ্র ও নদী থেকে ভূমি সংযোজন ও পুনরুদ্ধার, ভূমি সংরক্ষণ প্রকল্প ছাড়াও কৃষি খামার, কৃষিপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করবেন। নেদারল্যান্ডস সরকার পানি সম্পদ ব্যবস্থাপনা বিশেষ করে বন্যা নিয়ন্ত্রণ, কৃষি ও বদ্বীপ ব্যবস্থাপনা বিষয়ে তাদের দক্ষতা ও অভিজ্ঞতা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন। সফরে তার সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী, পানি সম্পদ প্রতিমন্ত্রীসহ ২৫ সদস্যবিশিষ্ট একটি সরকারি প্রতিনিধি দল। এ ছাড়াও ১৯ সদস্যবিশিষ্ট একটি বাণিজ্য প্রতিনিধি দলও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এবারের সফরের অন্যতম মূল উদ্দেশ্য হলো, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মানবসম্পদ উন্নয়নে প্রযুক্তিগত সহায়তা, তৈরি পোশাকশিল্প, শিক্ষা ও কৃষি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসার, বদ্বীপ ব্যবস্থাপনাসহ পানি সম্পদ ব্যবস্থাপনা, সমুদ্র ও নদী থেকে ভূমি সংযোজন ও পুনরুদ্ধার, ভূমি সংরক্ষণ, বন্যা প্রতিরোধ ব্যবস্থা, উপকূল রক্ষা, বৃষ্টির পানি সংরক্ষণ, টেকসই উদ্যান ব্যবস্থাপনা, ভাসমান গ্রিন হাউস ইত্যাদি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার পরিধি আরও নিবিড় ও শক্তিশালীকরণ। এ ছাড়া বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি বাজার ইউরোপসহ বিশ্ব বাজারে তৈরি পোশাকের অধিকতর মূল্য সংযোজনের মাধ্যমে হাইয়ার ভ্যালু চেইনে উন্নীত করার জন্য ডিজাইন মার্কেটিং বা ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে নেদারল্যান্ডসের সহযোগিতা বৃদ্ধি। সফরে সরকারি ও বেসরকারি পর্যায়ে চারটি চুক্তি স্বাক্ষর হতে পারে। এগুলো হলো, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত পলিটিক্যাল কনসালটেশনের জন্য সমঝোতা স্মারক, বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি ও নেদারল্যান্ডসের ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনের মধ্যে লেটার অব ইনটেন্ট বা এলওআই, বিজিএমইএ ফ্যাশন ইউনিভার্সিটি ও নেদারল্যান্ডসের নেইনরোদ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক এবং  বিজিএমইএ ফ্যাশন ইউনিভার্সিটির সঙ্গে সাক্সিওন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্স এর স্কুল অব ক্রিয়েটিভ টেকনোলজির মধ্যে চুক্তি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহীদুল হক ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা।

অ্যামনেস্টির বক্তব্য গ্রহণযোগ্য নয় : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ জানাতে যা করা প্রয়োজন করা হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। আমরা এর শক্ত জবাব দেব। সংগঠনটি আমাদের মহান মুক্তিযুদ্ধকে কটাক্ষ করেছে। তাদের বক্তব্য গ্রহণযোগ্য নয়। তারা যে যুক্তি দিয়েছে তা অগ্রহণযোগ্য। দু-একদিনের মধ্যে এর জবাব দেওয়া হবে।

সর্বশেষ খবর