সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
লন্ডনে নাগরিক সংবর্ধনায় খালেদা

গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হোন

যুক্তরাজ্য প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশে আজ গণতন্ত্র অনুপস্থিত। গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দেশে আজ আইনের শাসন নেই। বর্তমান সরকার মানুষের জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সমগ্র জাতি আজ এক শ্বাসরুদ্ধকর অবস্থায় নিপতিত। দেশবাসী এ অবস্থার নিরসন চায়। গতকাল রাতে (লন্ডনের স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায়) সেন্ট্রাল লন্ডনের একটি কনফারেন্স হলে এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। যুক্ষুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় সভায় কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক, পেশাজীবীসহ সহস্রাধিক প্রবাসী নাগরিক উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চিকিৎসা শেষে আগামী সপ্তাহে দেশে ফিরবেন খালেদা জিয়া। দেশে ফিরেই তিনি দল পুনর্গঠনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন।

সর্বশেষ খবর