সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

টেন ডাইমেনশন্স

সাংস্কৃতিক প্রতিবেদক

টেন ডাইমেনশন্স

কোনো ছবিতে বিমূর্ততার প্রতীক, কোনো ছবিতে উঠে এসেছে প্রতিবাদের ভাষা আবার কোনো ছবিতে সৃষ্টি হয়েছে আদিমতা ও প্রেম। প্রতিটি ছবিই যেন শিল্পের অনন্য নিদর্শন। ক্যানভাসে রংতুলির নান্দনিকতায় শিল্পী তার শিল্পস্বত্বার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন সুষমামণ্ডিত সৌন্দর্যে। যেন জাদুর ছোঁয়া দিয়ে শিল্পানুরাগীদের বিমোহিত করার চেষ্টা। এমন চিত্র লক্ষ্যণীয় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল আর্ট গ্যালারিতে শুরু হওয়া প্রদর্শনীতে। ১০ জন শিল্পীর ২৩টি চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন মেহনাজ তাবাসসুম, রাজিব ভূঁইয়া, জিন্নাতুন জান্নাত, মিহান, নির্মল অধিকারী, আরিফা ইভান, নুসরাত জাহান, অনুরাধা সাহা, অপরাজিতা রহমান ও ফিদিয়া শাহনাজ। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং ও পেইন্টিং বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী এই দলবদ্ধ প্রদর্শনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল বিকালে ‘টেন ডাইমেনশন্স’ শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন ও চারুকলার শিক্ষক বিশ্বজিৎ গোস্বামী। প্রদর্শনীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘টেন ডাইমেনশন্স’ শীর্ষক এই প্রদর্শনীতে সৃষ্টিশীলতা, প্রতিবাদ ও স্বাধীনতার বাস্তবতা ফুটে উঠেছে। শিল্পী হওয়ার প্রস্তুতি হিসেবে ড্রয়িং ও পেইন্টিং বিভাগের শিক্ষার্থীদের এই প্রয়াসকে আমি সাধুবাদ জানাই। সাম্প্রতিককালে মুক্তচিন্তার মানুষদের ওপর হামলার প্রসঙ্গ টেনে উপাচার্য আরও বলেন, সৃষ্টিশীল মানুষদের ওপর আক্রমণ মানে মুক্তচিন্তা চর্চাকারী সব মানুষের ওপর আক্রমণ। একবিংশ শতাব্দীতে আমরা যখন জ্ঞান ও বিজ্ঞানের দিকে ধাবিত হচ্ছি এই সময়ে জ্ঞান-বিজ্ঞানবিরোধীরা, স্বাধীনতাবিরোধী মৌলবাদী চক্র একের পর এক আক্রমণ করে যাচ্ছে। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে সে দেশের মানুষকে হামলা করে কখনো দমিয়ে রাখা যাবে না। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সব শ্রেণির দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে। আগামী ৭ নভেম্বর শেষ হবে সপ্তাহব্যাপী এই প্রদর্শনী।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর