সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সরকারকে আরও সময় দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

পৃথক বেতন কাঠামো ও অষ্টম বেতন স্কেলে গ্রেড সমস্যা নিরসনের জন্য সরকারকে আবারও সময় দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আন্দোলনরত সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেছেন, আগামী  ২১ নভেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ২২ নভেম্বর থেকে লাগাতার কর্মবিরতি শুরু হবে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়। ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল বলেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাদের জানিয়েছেন, এ সমস্যা সমাধানের জন্য অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। এ ছাড়া বেতন বৈষম্য নিরসন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকও হয়েছে। এর ফলে প্রক্রিয়াটি শুরু হলো। এ জন্য ২১ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কোনো ঘোষণা ছাড়াই ২২ নভেম্বর থেকে লাগাতার কর্মবিরতি শুরু হবে। এদিকে শিক্ষকদের বেতন সংক্রান্ত জটিলতাসহ অষ্টম বেতন স্কেলের অন্যান্য জটিলতা নিরসনের জন্য বেতন বৈষম্য নিরসন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রথম বৈঠক গতকাল অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে কমিটির প্রধান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেছেন, বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যে সুযোগ-সুবিধা পাচ্ছেন, তার কিছুই কমানো হবে না।

সর্বশেষ খবর