শিরোনাম
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

নেদারল্যান্ডসে প্রধানমন্ত্রীকে রাজকীয় সংবর্ধনা

সাইদুল করিম, নেদারল্যান্ডস (হেগ)

ডাচ্ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার রাতে নেদারল্যান্ডসে পৌঁছেছেন। সেখানে পৌঁছার পর তাকে রাজকীয় লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে নেদারল্যান্ডস সময় রাত ৮টা ৩০ মিনিটে আমস্টারডাম শিফোল বিমানবন্দর সেন্টারে অবতরণ করে। ডাচ্ অবকাঠামো ও পরিবেশমন্ত্রী মেলানি শুলৎজ্ ভান হায়েজেন, নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহাম্মদ বেলাল এবং ঢাকায় নিযুক্ত ডাচ্ রাষ্ট্রদূত লেওনি মারগারেতা কুয়েলেনায়েরা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ ছাড়া উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি মায়ীদ ফারুক ও সাধারণ সম্পাদক মোস্তফা জামান। আমস্টারডাম শিফোল বিমানবন্দর সেন্টারে উষ্ণ সংবর্ধনা দেওয়ার পর প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রায় নেদারল্যান্ডসের প্রশাসনিক রাজধানী হেগ নগরীতে গ্র্যান্ড হোটেল আমরাথ কুরহাউসে নিয়ে যাওয়া হয়। সফরকালে তিনি এ হোটেলে অবস্থান করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোটেলে পৌঁছার পর অল ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি তাকে অভিনন্দন জানান। আওয়ামী লীগের নেতা-কর্মীদের পক্ষে দুটি ছোট্ট শিশু হোটেল লাউঞ্জে প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া উপহার দেয়। এই সফরকালে প্রধানমন্ত্রী গতকাল বিকালে ডাচ্ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে তার সরকারি বাসভবন ‘কাস্টহুউস’-এ দ্বিপক্ষীয় বৈঠক করেন। আলোচনার পর কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। শেখ হাসিনা পরে তার সম্মানে মার্ক রুটের দেওয়া এক নৈশ ভোজসভায় যোগ দেন। তিনি রাজকীয় প্রাসাদে নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গেও সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, সিনিয়র বাণিজ্য সচিব হেদায়েত উল্লাহ আল মামুন, পররাষ্ট্র সচিব শহীদুল হক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রমুখ। এ ছাড়া ব্যবসায়ীরাও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক এম এ গনি, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম, মুজিবর রহমান হাসনাত মিয়া, নেদারল্যান্ডস আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুরাদ খান, জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল হক সাবু, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিংকন, সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফারাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, স্পেন আওয়ামী লীগের সভাপতি শাকিল খান পান্না, পর্তুগাল আওয়ামী লীগের সাবেক সভাপতি রাফীক উল্লাহ, সহ-সভাপতি মহসীন হাবিব ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলু, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বুলু, সাধারণ সম্পাদক পলিন মনির, সুইডেন আওয়ামী লীগের সভাপতি গোলাম আম্বিয়া ঝন্টু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, সহ-সভাপতি ড. ফরহাদ আলী খান, আয়ারল্যান্ডস আওয়ামী লীগের রফিক খান, গ্রিস আওয়ামী লীগের মান্নান মাতব্বর, যুক্ত্যরাজ্য যুবলীগের সভাপতি ফকরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, সুইডেন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক যোবায়দুল হক সবুজ, ডেনমার্ক ছাত্রলীগ সভাপতি ইফতেখার সম্রাট প্রমুখ।

সর্বশেষ খবর