বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
পুলিশ দম্পতি খুন

সেই ঐশীর বিষয়ে রায় ১২ নভেম্বর

আদালত প্রতিবেদক

পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যার ঘটনায় তাদের মেয়ে ঐশী রহমান ও তার দুই বন্ধুর বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে ১২ নভেম্বর। রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে গতকাল ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ এ দিন ধার্য করেন। এ ছাড়া মামলার অন্য আসামি ঐশীদের শিশু গৃহকর্মী খাদিজা আক্তার সুমির বিচার চলছে  শিশু আদালতে। এ বিষয়ে ঐশীর আইনজীবী তুহিন হাওলাদার, ফরুক হোসেন ও মাহবুব হাসান রানা সাংবাদিকদের জানান, যুক্তি তর্কের শুনানির আগে কারাগার থেকে ঐশী রহমান ও তার বন্ধু আসাদুজ্জামান জনিকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আরেক আসামি মিজানুর রহমান রনিও আদালতে হাজির হন। এ মামলায় ৪৯ জন সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। ২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজেদের বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (রাজনৈতিক শাখা) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১৭ আগস্ট নিহত মাহফুজুর রহমানের ছোট ভাই মো. মশিউর রহমান রুবেল পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার তদন্ত করে ২০১৪ সালের ৯ মার্চ ঐশীকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আবুল খায়ের। ২০১৪ সালের ৩০ নভেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর