শিরোনাম
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
জাতীয় সংসদ ভবন

লুই কানের নকশা চেয়েছেন আদালত

নিজস্ব প্রতিবেদক

মার্কিন স্থপতি লুই আই কান জাতীয় সংসদ কমপ্লেক্সের যে নকশা প্রণয়ন করেছিলেন, তা আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। তিন মাসের মধ্যে সংসদ  সচিবালয়ের সচিবকে জাতীয় সংসদের এ মাস্টার প্ল্যান আদালতে দাখিল করতে হবে। এ বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানিতে আপিল বিভাগ এ নির্দেশনা দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

সংসদ ভবন এলাকায় স্পিকার ও ডেপুটি স্পিকারের আবাসিক ভবন নির্মাণের বৈধতা নিয়ে ২০০৩ সালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ হাইকোর্টে একটি রিট করে। রিটে বলা হয়, মূল নকশা লঙ্ঘন করে জাতীয় সংসদ এলাকায় এসব ভবন নির্মাণ করা হচ্ছে। পরে আদালত রুলসহ নির্মাণকাজে স্থগিতাদেশ দেন। পরবর্তীতে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ আপিল আদালতে স্থগিত হয়। এর আগে ২০০২ সালে স্পিকার ও ডেপুটি স্পিকারের ভবন নির্মাণের প্রক্রিয়া শুরু হয়। রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০০৪ সালের ২১ জুন হাইকোর্ট ওই ভবন নির্মাণ কার্যক্রম অবৈধ ঘোষণার পাশাপাশি নির্দেশনাসহ রায় দেন। রায়ে সংসদ ভবন এলাকা ‘ন্যাশনাল হেরিটেজ’ সাইট ঘোষণা করার নির্দেশ দেন আদালত। পাশাপাশি ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ হিসেবে গণ্য করার জন্য ইউনেস্কোর কাছে আবেদন করতেও বলা হয়। হাইকোর্টের ওই রায় স্থগিতের জন্য রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে তা স্থগিত হয়ে যায়। পরে রাষ্ট্রপক্ষ নিয়মিত লিভ টু আপিল করলে একই বছরের ১০ নভেম্বর আদালত তা মঞ্জুর করেন। মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আপিলের ওপর শুনানি শুরু হয়।

সর্বশেষ খবর