বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এমপি লিটনের জামিন আবেদন ফের নাকচ

গাইবান্ধা প্রতিনিধি

জেলহাজতে থাকা গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে করা শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় তৃতীয় দফায় জামিন নামঞ্জুর করেছেন আদালত।

আমলি আদালতের (সুন্দরগঞ্জ) বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাইনুল হাসান ইউসুফ গতকাল দুপুর   ১২টায় এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী কোর্ট জিআরও মো. আবদুল মজিদ জানান, শিশুকে নিজের পিস্তল দিয়ে গুলি করে হত্যাচেষ্টা (জিআর ২৭১) ও বাড়ি ভাঙচুরের (জিআর ২৭৫) মামলায় এমপি লিটনের জামিন আবেদনের বিরোধিতা করা হলে আদালতের বিচারক শুধু বাড়ি ভাঙচুরের জিআর ২৭৫ নম্বর মামলায় জামিন মঞ্জুর করেন। এমপি লিটনের আইনজীবী সিরাজুল ইসলাম বাবু জানান, শিশু সৌরভকে গুলি করে হত্যাচেষ্টা ও হাফিজার রহমানের বাড়ি ভাঙচুরের ঘটনায় সুন্দরগঞ্জ থানায় হওয়া দুটি মামলায় জামিন আবেদন করা হয়। কিন্তু বিচারক জামিন আবেদন শুনানির পর বাড়ি ভাঙচুর মামলায় জামিন মঞ্জুর ও সৌরভকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় জামিন নামঞ্জুর করেন। তিনি আরও জানান, আগামী ১৪ ও ১৮ ডিসেম্বর মামলা দুটির পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন আদালত। জামিন শুনানির সময় এমপি লিটন আদালতে উপস্থিত ছিলেন না।

সর্বশেষ খবর