শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
অষ্টম কলাম

বাংলাদেশে নারী ধূমপায়ীর সংখ্যা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশে পুরুষের পাশাপাশি নারী ধূমপায়ীর সংখ্যাও দিন দিন বাড়ছে। গতকাল বিকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সরকার পঞ্চমবারের মতো জাতীয় মিডিয়া ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছে। দেশে প্রতি বছর ১৪ দশমিক ছয় শতাংশ পুরুষ ও পাঁচ দশমিক সাত শতাংশ নারী তামাক ব্যবহারের কারণে মারা যান। প্রায় ৪৫ শতাংশ পুরুষ ও দুই শতাংশ নারী ধূমপান করেন। ৩ শতাংশ ছেলে ও ১ শতাংশ মেয়ে ধূমপানে আসক্ত। এ ছাড়া পুরুষের মতো নারীরাও বিভিন্ন তামাকদ্রব্য নিয়ে থাকেন। তিনি বলেন, দেশের সব রেস্তোরাঁ ও যানবাহন শতভাগ ধূমপানমুক্ত করতে রেস্তোরাঁ মালিক সমিতি ও যানবাহন মালিক সমিতিকে নিয়ে কাজ চলছে। এসব উদ্যোগ ও কর্মকাণ্ড বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণে সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর জনসচেতনতা বাড়াতে ও মানুষের আচরণে পরিবর্তন আনতে এ ক্যাম্পেইনের কোনো বিকল্প নেই। নাসিম বলেন, জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে সরকার ২০১৩ সালে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে এবং ২০১৫ সালে তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা প্রকাশ করে। ২০১৬ সালের মার্চ থেকে সব তামাকজাত দ্রব্যের প্যাকেটের উভয় পাশে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীও থাকবে। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালেক, মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মন্জুরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর