শনিবার, ৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ঢাকা মাতালেন সুনিধি

আলী আফতাব

ঢাকা মাতালেন সুনিধি

বসুন্ধরা কনভেনশন সিটির নবরাত্রি হলে গান গাইলেন সুনিধি চৌহান - রোহেত রাজীব

এবার বসুন্ধরা কনভেনশন সিটির নবরাত্রি হলে শীতের সন্ধ্যায় গানে গানে উষ্ণতা ছড়ালেন হাবিব ওয়াহিদ, সুনিধি চৌহান ও রাকেশ মাইনি। এই প্রথম তারা একই সঙ্গে একই মঞ্চে পারফর্ম করলেন। আর তাই দর্শকদের আগ্রহের জায়গাটা এবার একটু বেশিই ছিল। হৃদয়ের কথা নিয়ে সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে মঞ্চে ওঠেন হাবিব ওয়াহিদ। শ্রোতাদের সুরের জালে আবদ্ধ করেন তার একের পর এক রোমান্টিক ও লোকগান দিয়ে। হাবিবের রোমান্টিক গান আর জালালের বাঁশির সুর মন্ত্রমুগ্ধ করে দেয় দর্শকদের। হাবিবের গানের রেশ কাটতে না কাটতে মঞ্চে ওঠেন ইন্ডিয়ান আইডল ফাইভের জনপ্রিয় কণ্ঠশিল্পী রাকেশ মাইনি। তিনি গান আর নাচে দর্শকদের মাতিয়ে রাখেন কিছুক্ষণ। অনেক গানের পরও দর্শকদের চোখেমুখে কেমন যেন একটা অপূর্ণতার ছাপ দেখা যায়। ঘড়ির কাঁটা তখন ৯টা বেজে ২০। ধুম মাচালে গানের মধ্য দিয়ে মঞ্চে আসেন সুনিধি চৌহান। প্রথম গানের শেষে মাইক্রোফোন হাতে নিয়ে ‘আবার চলে এলাম ঢাকায়। বাংলাদেশের মানুষের ভালোবাসার টানে বার বার চলে এসেছি। আবারও আসতে চাই’ বলে গান শুরু করেন সুনিধি। তার কণ্ঠের ঝুড়ি থেকে বেরিয়ে আসতে থাকে একের পর এক জনপ্রিয় গান। সুনিধি আর রাকেশ যুগলবন্দী শ্রোতাদের মাতিয়ে রাখেন অনেকক্ষণ। দ্বৈত গানের পাশাপাশি রাকেশের একক গানও মাতিয়ে রাখে দর্শকদের। শীতকে ঘিরে এ আয়োজনের নাম রাখা হয়েছে ‘উইন্টার ব্লাস্ট-২০১৫ ঢাকা’। এর আয়োজক ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট ও ইনসেপশন মিডিয়া লিমিটেড।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর