শনিবার, ৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মেয়াদোত্তীর্ণ কমিটি আওয়ামী লীগে বিএনপি চায় গণতান্ত্রিক ধারা

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

মেয়াদোত্তীর্ণ কমিটি আওয়ামী লীগে বিএনপি চায় গণতান্ত্রিক ধারা

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে প্রায় এক বছর আগে। নতুন কমিটি গঠনের কোনো উদ্যোগ নেই সংগঠনটির নেতা-কর্মীদের। নেতারা মেয়াদোত্তীর্ণ এই কমিটি দিয়েই আরও এক বছর কাজ চালানোর জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েছেন। অন্যদিকে সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে বিপর্যস্ত হয়ে পড়া বিএনপি চাইছে ঘুরে দাঁড়াতে। দলের তৃণমূল পর্যায় থেকে শুরু করে জেলা ও মহানগর পর্যন্ত নেতৃত্ব নির্বাচনে গণতান্ত্রিক ধারা চালুর চেষ্টা করছেন বিএনপি নেতারা।

আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা যায়, ২০১১ সালের ২১ নভেম্বর সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। তিন বছর মেয়াদি এই সাংগঠনিক কমিটির মেয়াদ শেষ হয়েছে গত বছর। তারপর পেরিয়ে গেছে আরও প্রায় এক বছর। বেশির ভাগ নেতা-কর্মী সাংগঠনিক কার্যক্রমের চেয়ে ব্যক্তিগত ব্যবসা-বাণিজ্য ও আখের গোছানোয় ব্যস্ত থাকায় নতুন কমিটি গঠনের দাবি তোলেননি। নতুন কমিটি গঠনের ব্যাপারে শাখা দুটির শীর্ষ নেতারা যেভাবে চুপ করে আছেন, তেমনি নীরব রয়েছেন তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা। ২১ অক্টোবর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা বৈঠক করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে। মেয়াদোত্তীর্ণ কমিটিকে ‘হালাল’ করতে ওই বৈঠকে অর্থমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়। তিনি মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে আরও এক বছর সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দেন। এদিকে সব ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন করে ঘুরে দাঁড়াতে চাইছে সিলেট বিএনপি। নানা প্রতিকূলতার মধ্যেও সিলেট জেলা ও মহানগর বিএনপি তাদের অধীনস্থ সব ইউনিটে নতুন কমিটি গঠনের কাজ করে যাচ্ছে। মহানগর বিএনপি তাদের আওতাভুক্ত ২৭টি ওয়ার্ডে কর্মিসভা করে নতুন কমিটি গঠন করেছে। নেতৃত্ব নির্বাচনে মহানগর শাখার চেয়ে আরেক ধাপ এগিয়ে রয়েছে জেলা বিএনপি। ইউনিয়নের ওয়ার্ড কমিটি থেকে শুরু করে পৌর, থানা ও উপজেলা কমিটি পর্যন্ত তারা নেতৃত্ব নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করেছে। জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও চারটি পৌরসভার মধ্যে কেবলমাত্র সিলেট সদর উপজেলার সম্মেলন বাকি আছে। অন্য উপজেলাগুলোর মধ্যে ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা বিশ্বনাথ ও বালাগঞ্জে কমিটি হয়েছে সমঝোতার ভিত্তিতে। বাকি ১০টি উপজেলার কমিটি গঠন করা হয়েছে ভোটের মাধ্যমে। জেলা ও মহানগর শাখার বর্তমান আহ্বায়ক কমিটির নেতারা নেতৃত্ব নির্বাচনে তৃণমূল পর্যায় থেকে চালু করা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্মেলনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে জেলা ও মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে চান তারা। সম্প্রতি দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরকালে দলের নেতারা এ দাবিটিও জানিয়েছেন। এ ব্যাপারে সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমদ বলেন, ‘নেতৃত্ব নির্বাচনে দলে গণতান্ত্রিক ব্যবস্থা চালু হোক এটা সবার প্রত্যাশা। সিলেট থেকে আমরা এ ব্যবস্থা চালু করার চেষ্টা করছি। ইতিমধ্যে ওয়ার্ড থেকে উপজেলা পর্যন্ত সব ইউনিটের নেতৃত্ব নির্বাচন করা হয়েছে ভোটের মাধ্যমে। জেলা কমিটিও একই ধারায় হবে বলে আমরা আশা করছি। গণতান্ত্রিক পন্থায় নেতৃত্ব নির্বাচন হলে কমিটি নিয়েও বিদ্রোহের কোনো আশঙ্কা থাকবে না। ‘ম্যাডাম’ দেশে এলে আমরা সম্মেলনের তারিখ নির্ধারণ করব।’

সর্বশেষ খবর