শনিবার, ৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
নাগরিক ঐক্যের মানববন্ধন

অবিলম্বে মান্নার মুক্তি দাবি

নিজস্ব প্রতিবেদক

অবিলম্বে মান্নার মুক্তি দাবি

মাহমুদুর রহমান মান্নার নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক নারী ঐক্য মানববন্ধন করে - বাংলাদেশ প্রতিদিন

অবিলম্বে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে আয়োজিত রাজধানীর মানববন্ধনে বক্তারা বলেছেন, অপরাজনীতির বিরুদ্ধে বিকল্প গণতান্ত্রিক ঐক্য গড়ে তোলায় বলিষ্ঠ ভূমিকার কারণেই মান্নাকে মিথ্যা অভিযোগে আটক করে রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করা হয়েছে। কারাগারে তাকে ডিভিশন দেওয়া হয়নি। জামিন আবেদনের সুযোগ দেওয়া হয়নি। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক নারী ঐক্য আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন বক্তারা। এতে বক্তব্য দেন নাগরিক ঐক্যের উপদেষ্টা সাবেক এমপি এস এম আকরাম, অধ্যাপক ড. দিলারা চৌধুরী, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট ফজলুল হক সরকার, আবু বকর সিদ্দিক, শহীদুল্লাহ কায়সার, ইফতেখার আহমেদ বাবু প্রমুখ। নাগরিক নারী ঐক্যের পক্ষে বক্তব্য দেন লাকী বেগম, মাহমুদা জিন্নুর চৌধুরী বিথী, আপিফা হক লিপু। বক্তারা আরও বলেন, দেশজুড়ে নারী নির্যাতন, শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা-সন্ত্রাস, দুর্নীতির মহোৎসব চলছে। এসব যেন দেখার কেউ নেই। আইনের আশ্রয় পাবারও যেন অধিকার হারিয়ে ফেলেছে মানুষ। বিদেশি হত্যার রেশ কাটতে না কাটতেই লেখক, প্রকাশক, ব্লগারের উপর হামলা ও খুনের ঘটনা আতঙ্ক বাড়িয়ে তুলেছে। নাগরিক স্বাধীনতা সঙ্কুচিত হয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা তথা গণতন্ত্রই এখন হুমকির মুখে পড়েছে।

 

সর্বশেষ খবর