রবিবার, ৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

রবির পরিক্রমায় নজরুল

সাংস্কৃতিক প্রতিবেদক

রবির পরিক্রমায় নজরুল

‘রবির পরিক্রমায় নজরুল’ শীর্ষক গান আর কথামালার আসর বসেছিল ইন্ধিরা গান্ধী কালচারাল সেন্টারে। গতকাল সন্ধ্যার এ আয়োজনে রবীন্দ্রনাথ ও নজরুলের বিভিন্ন পর্যায়ের গান পরিবেশন করেন শিল্পী লিলি ইসলাম ও অনিন্দিতা কাজী। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গান পরিবেশন করেন লিলি ইসলাম আর নজরুলের গান পরিবেশন করেন অনিন্দিতা কাজী। আইজিসিসির লাইব্রেরির মিলনায়তনে এ আয়োজনে শিল্পী লিলি ইসলাম পরিবেশন করেন ‘দাঁড়িয়ে আছো তুমি আমার’, ‘আমার নয়ন ভোলানো’, ‘তোমার পূজার ছলে’, ‘আমার মাথা নত করে’, ‘তোমার হলো শুরু’, ‘গানগুলি মোর শৈবালির দল’, ‘যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে’, অগ্নিবীণা বাজাও তুমি’ ইত্যাদি। অনিন্দিতা কাজী পরিবেশন করেন ‘তোমারে জানিনে নাথ’, ‘অঞ্জলি লহ মোর’, ‘মোর ঘুমঘরে এলে মনোহর’, ‘সৃজন ছন্দে আনন্দে’, ‘আসিবে তুমি জানি প্রিয়’ ও ‘ভুলি কেমনে আজো যে মনে’ ইত্যাদি। গানের ফাঁকে ফাঁকে টুকরা কথায় কাজী নজরুলের জীবনের নানা পর্যায়ে উঠে আসা রবীন্দ্রনাথ, তাদের পারস্পরিক সম্পর্ক, অভিমান, বিনিময় ইত্যাদি তুলে ধরেন তারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর