রবিবার, ৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ভেড়ামারায় ফের আওয়ামী লীগ জাসদ সংঘর্ষ

গুলিবিদ্ধসহ আহত ১০

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগ ও জাসদের মধ্যে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধসহ ধারালো অস্ত্রের আঘাতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষ থামাতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালিয়েছে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে। শুক্রবার রাতে উপজেলার চাঁদগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই জাসদ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল। শুক্রবার রাত ৯টার দিকে অতর্কিতভাবে উভয়দলের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় দুপক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। সংঘর্ষে গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ আহত হন। এর মধ্যে আওয়ামী লীগ নেতা ওমর মণ্ডলের ছেলে আজাদুল (২৯) গুলিবিদ্ধ হয়ে এবং জাসদ সমর্থিত আলিমুদ্দীন মণ্ডলের ছেলে বাবলু ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অপর ধারালো অস্ত্রের আঘাতে আহত রওশান আলীর ছেলে রকিবুলকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ অভিযান চালিয়ে উভয় দলের ৫ জনকে গ্রেফতার করেছে। সূত্র জানায়, জাসদের পক্ষে নেতৃত্ব দেন মিনাজ মণ্ডল, আমীন এবং কটা মালিথা। অপর দিকে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেন ওমর মণ্ডল। এ ব্যাপারে স্থানীয় জাসদ ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, সকালে সংঘর্ষের সময় পুলিশ সেখানে পৌঁছে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। সংঘর্ষ এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উলে­খ্য, গত মাসেও ভেড়ামারা উপজেলায় জাসদ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়।

সর্বশেষ খবর