রবিবার, ৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আর কখনো দেখতে পাবেন না শিউলি

স্বামী জুয়েলের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

আর কখনো দেখতে পাবেন না শিউলি

টঙ্গীর গৃহবধূ শিউলি আক্তার আর কোনো দিন দেখতে পাবেন না। গতকাল তার চোখের অস্ত্রোপচার শেষে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী রেজিস্ট্রার আতিকুল হক এ কথা জানান। পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার বিকালে গাজীপুরের টঙ্গীতে স্বামী জুয়েল হাসান চাকু দিয়ে খুঁচিয়ে শিউলির দুই চোখ তুলে ফেলেন। হাসপাতালের সহকারী রেজিস্ট্রার আতিকুল হক জানান, শিউলি আর কখনোই চোখে দেখতে পাবেন না। তবে  চেহারা দেখতে যাতে খারাপ না লাগে, এ জন্য চোখের মধ্যে কনফার্মার লাগিয়ে দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো থাকলেও মানসিকভাবে খুবই ভেঙে পড়েছেন। এর আগে হাসপাতালের অধ্যাপক গোলাম হায়দার ও শওকত আরা শাকুর অস্ত্রোপচার করেন। দেড় ঘণ্টার বেশি সময় ধরে চলে এ অস্ত্রোপচার। এদিকে আমাদের টঙ্গী প্রতিনিধি জানান, গতকাল ভুক্তভোগী শিউলি বাদী হয়ে তার স্বামী জুয়েলের বিরুদ্ধে টঙ্গী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। আর ঘটনার পর থেকে জুয়েল পলাতক। চিকিৎসাধীন অবস্থায় শিউলি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পাঁচ বছর আগে জুয়েলের সঙ্গে আমার দ্বিতীয় বিয়ে হয়। কিন্তু আমার চরিত্র নিয়ে সন্দেহ করতেন তিনি। আগের স্বামীর কাছ থেকে যে সম্পত্তি পাব, তা এনে দেওয়ার জন্য প্রায়ই মারধর করতেন। তাছাড়া বিয়ের পর থেকেই তাকে নেশা করতে দেখতাম। ওই দিন নেশার পরিমাণ বেশি হয়েছিল। এরই জের ধরে ঘটনার দিন বিকালে মুখ ও হাত-পা বেঁধে চাকু দিয়ে জুয়েল খুঁচিয়ে খুঁচিয়ে চোখ তুলতে শুরু করেন। জ্ঞান হারালে পুলিশ আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি  করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর