রবিবার, ৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
অষ্টম কলাম

একসঙ্গে ছয় সন্তান জন্ম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে এক সঙ্গে ছয় সন্তান প্রসব করলেন রাফিয়া আনোয়ার (২৫) নামে এক মা। তবে বেঁচে আছে দুটি শিশু। নগরীর জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে অস্ত্রোপচার ছাড়াই গতকাল  সকাল সোয়া ১০টা থেকে এক এক করে এ ছয়টি শিশু ভূমিষ্ঠ হয়।

দুপুর পর্যন্ত দুটি শিশু জীবিত ছিল। তাদের চট্টগ্রাম মেডিকেলের নবজাতক ওয়ার্ডে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, রাফিয়ার বাড়ি ফটিকছড়ি উপজেলায়। সেখান থেকে সকাল সাড়ে সাতটার দিকে এসে তিনি জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে ভর্তি হন। সকাল সোয়া ১০টার দিকে অস্ত্রোপচার ছাড়াই প্রথমে একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি। এর কিছুক্ষণ পর পর আরও পাঁচ কন্যা শিশুর জন্ম দেন । এর মধ্যে প্রথম শিশু দুটি মৃত অবস্থাতেই জন্মায়। পরে আরও দুটি শিশুর মৃত্যু হয়। জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের চিকিৎসক রোজী বিশ্বাস বলেন, ২৪ সপ্তাহের আগেই প্রসব হওয়ার কারণে বাচ্চাগুলো পরিপূর্ণ হয়নি। জীবিত শিশু দুটির অবস্থাও খুব একটা ভালো নয়। তাদের ওজন কম, ৬০০ গ্রাম করে। এ কারণে ওই দুই শিশুকে চট্টগ্রাম মেডিকেলের নবজাতক ওয়ার্ডে পাঠানো হয়েছে। শিশুদের মা রাফিয়া আনোয়ার সুস্থ আছেন বলে জানান রোজী বিশ্বাস।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর