রবিবার, ৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সুরে স্নাত সুরপিয়াসীরা

সাংস্কৃতিক প্রতিবেদক

সুরে স্নাত সুরপিয়াসীরা

কর্ড আর নোটের খেলায় এক ভিন্ন সুরের দ্যোতনা ছড়িয়েছিল জ্যাজ ও ব্লুজ উৎসব। সেই সঙ্গে তাল আর লয়ের খেলায় এক পরিপূর্ণতা বয়ে এনেছিল এ উৎসব। বাংলাদেশ, ভারত, ব্রাজিল আর ফ্রান্স এ চার দেশের শিল্পীদের পরিবেশনার মধ্য দিয়ে গত রাতে পর্দা নামে জ্যাজ অ্যান্ড  সুরে স্নাত ব্লুজ উৎসব, ২০১৫-এর। জ্যাজ ও ব্লুজ অনুরাগীদের হৃদয়ের তন্ত্রীতে অনুরণন তুলতে গতকাল সমাপনী রাতে রাজধানীর বিজয় সরণির সামরিক জাদুঘরের মাঠে যেন সুরের সাধকরা নেমে এসেছিলেন। সমাপনী আসরের প্রধান আকর্ষণ ছিলেন ফ্রান্সের শিল্পী চায়না মোজেস। এ বিশ্বখ্যাত শিল্পীর সুরে স্নাত হওয়ার জন্য সেই সন্ধ্যা থেকে মধ্যরাত অবধি সংগীতানুরাগীদের ছিল নিরন্তর প্রতীক্ষার প্রহর গোনা। অবশেষে কাক্সিক্ষত শিল্পীর সুরের পেয়ালা থেকে ছড়ানো সুরে মুগ্ধ হয়ে স্বর্গীয় আনন্দের বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন সুরপ্রিয়রা। সুরের জাদুতে মোহাবিষ্ট হয়ে সামরিক জাদুঘরের সবুজ মাঠ যেন পরিণত হয়েছিল জাদুর মাঠে। থেকে থেকে মুহুর্মুহু করতালি আর ওয়াও ওয়াও চিৎকারে আরও বেশি সুরের দাবিতে সুরের স্লোগান তুলেছিল সুরপিয়াসীরা। হ্যামিলনের বাঁশিওয়ালার জাদুর বাঁশির মতোই রাজধানীর জ্যাজ অ্যান্ড ব্লুজের সমঝদাররা সুরের সুধায় মুগ্ধ হয়েছিলেন। সুরের টানে আজ ঘর ছেড়েছি ভাবটা ছিল যেন এমনই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর