সোমবার, ৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

তারেক রহমানকে গ্রেফতারের নির্দেশ

আদালত প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কট‚ক্তি এবং রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে দায়ের মামলায় লন্ডনে অবস্থানকারী বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশির এ আদেশ দেন। এর আগে গত বছরের ১৯ অক্টোবর বাদী হয়ে মামলাটি করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক। তখন বাদীর জবানবন্দি গ্রহণ করে সরকারের অনুমোদন সাপেক্ষে ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। পরে ১৫ সেপ্টেম্বর এ বিষয়ে প্রতিবেদন দাখিল করেন ডিবির সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা। মামলার নথি সূত্রে জানা গেছে, তারেক রহমান তার বক্তব্যে দেশ এবং দেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশের স্বাধীনতা, স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এবং ওই যুদ্ধে বঙ্গবন্ধুর অবদানকে প্রশ্নবিদ্ধ, বিকৃত ও অস্বীকার করার চেষ্টা করেছেন। এ ছাড়া রাষ্ট্রের স্বাধীনতা ও স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করা হয়েছে, যা বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ এবং তারেক রহমান দণ্ডবিধির ১২৩ (ক) ধারায় অপরাধ করেছেন। মামলায় অভিযোগ করা হয়, ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর তারেক রহমান লন্ডনের বেতনাম গ্রিনইয়র্ক হলে এক আলোচনা সভায় বঙ্গবন্ধুকে নিয়ে কট‚ক্তি করেন। পরদিন বিভিন্ন গণমাধ্যমে এ সম্পর্কে প্রতিবেদন প্রকাশ ও প্রচারিত হয়।

সর্বশেষ খবর