মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঘ-ইউনিটের পরীক্ষায় ফেল ৯০ শতাংশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত ‘ঘ’ ইউনিটের স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় ফেল করেছে ৯০ দশমিক ৬ শতাংশ। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনের কেন্দ ক্ষীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।

উপাচার্য জানান, পরীক্ষায় অংশগ্রহণকারী ৬২ হাজার ৭৮ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬ হাজার ১৭১ জন। সম্মিলিতভাবে পাসের হার ৯ দশমিক ৯৪ শতাংশ। যার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে আসা শিক্ষার্থীর  পাসের হার ৮ দশমিক ৭৪ শতাংশ, ব্যবসায় বিভাগের ৭ দশমিক ৮৮ শতাংশ এবং মানবিক বিভাগের ১৮ দশমিক ২৭ শতাংশ। ‘ঘ’ ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৪৬৫টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের জন্য ১ হাজার ৫২টি, ব্যবসায় বিভাগের ৩৬৫ ও মানবিক বিভাগের জন্য ৪৮টি আসন বরাদ্দ রয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর