মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

গুনে গুনে ঘুষ নেওয়া শহিদুলের সম্পদের খোঁজে দুদক

নিজস্ব প্রতিবেদক

‘গুনে গুনে ঘুষ নেওয়া’ সেই আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক শহিদুল হকের অবৈধ সম্পদের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কমিশনের নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। কয়েক দিনের  মধ্যে তাকে দুদকে তলব করা হতে পারে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত সংস্থা প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়  (সিসিআইই), ঢাকার সাবেক নিয়ন্ত্রক মো. শহিদুল হক। ‘গুনে গুনে ঘুষ খান শহিদ’ শীর্ষক একটি সংবাদ ৯ অক্টোবর কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত হওয়ার পর শহিদুলকে সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে মন্ত্রণালয় তদন্তও শুরু করেছে। শহিদুল হক ১৯৮৫ সালে বিসিএস বাণিজ্য ক্যাডারের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরি শুরু করেন। সিসিআইইর আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়, ট্যারিফ কমিশন ও রপ্তানি উন্নয়ন ব্যুরোতে (ইপিবি) গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। দুদক সূত্র জানায়, শৃঙ্খলাবহিভর্‚ত কর্মকাণ্ডের কারণে চাকরিজীবনে একাধিকবার তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) হন শহিদুল হক।

সর্বশেষ খবর