বুধবার, ১১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এমপি বদির বিরুদ্ধে দুর্নীতি মামলা চলবে

নিজস্ব প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা বাতিল চেয়ে কক্সবাজার-৪ আসনে সরকার দলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদির আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি মো. এমদাদুল হক এবং বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বদির পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও প্রবীর হালদার। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। তিনি সাংবাদিকদের বলেন, আদালত এমপি বদির আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন। এ কারণে তার বিরুদ্ধে মামলার কার্যক্রম চলতে কোনো বাধা নেই। আগামী ১৮ নভেম্বর এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালত ৮  সেপ্টেম্বর এমপি বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর আগে ১ অক্টোবর মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে বদির রিট আবেদন খারিজ করেন হাইকোর্ট। ২০১৪ সালের ২১ আগস্ট দুদক রাজধানীর রমনা থানায় এ মামলা করে। মামলায় ১০  কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়।

সর্বশেষ খবর