বুধবার, ১১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সেই পরিমলের রায় ২৫ নভেম্বর

আদালত প্রতিবেদক

সেই পরিমলের রায় ২৫ নভেম্বর

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে করা ছাত্রী ধর্ষণ মামলার রায় ঘোষণার জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেউদ্দিন আহম্মেদ এ দিন ধার্য করেন। এর আগে রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষ করা হয়। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফোরকান মিয়া সাংবাদিকদের জানান, এ মামলার একমাত্র আসামি পরিমলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এর আগে ২৮ জন সাক্ষী বিভিন্ন সময়ে আদালতে সাক্ষ্য দেন। আসামি ২০১১ সালের ৭ জুলাই বিচারকের কাছে ঘটনার কথা স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এসব কারণে রাষ্ট্রপক্ষ থেকে আসামির সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করা হয়েছে। ২০১২ সালের ৭ মার্চ আসামি পরিমলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৮ মে ওই ছাত্রীকে হাত বেঁধে, মুখে ওড়না গুঁজে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। এ সময় ওই ছাত্রীর নগ্ন ছবি মোবাইলে ভিডিও করা হয়। ওই ভিডিও বাজারে ছাড়ার কথা বলে ওই বছরের ১৭ জুন ফের ধর্ষণ করেন। পরে ছাত্রীর বাবা একই বছরের ৫ জুলাই বাদী হয়ে বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন এবং ৬ জুলাই পরিমল জয়ধরকে কেরানীগঞ্জের পরিমলের স্ত্রীর বড় বোনের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর