বুধবার, ১১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
অষ্টম কলাম

বন্দীদের পাহারা দেবে কুমির

প্রতিদিন ডেস্ক

পুলিশ নয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রহরার জন্য কুমির ‘নিয়োগের’ পরামর্শ দিয়েছে ইন্দোনেশিয়ার মাদকবিরোধী সংস্থা। পুলিশের ঘুষ খাওয়া ঠেকাতেই এ অভিনব পরিকল্পনার কথা ব্যক্ত করেছেন সংস্থাটির প্রধান।  রাষ্ট্রীয় মাদকবিরোধী সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, মাদক সংক্রান্ত মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কুমিরে পূর্ণ জলাধারের মাঝে অবস্থিত দ্বীপে রাখা হোক। সেখানে বন্দীশালা বানিয়ে দণ্ডপ্রাপ্তদের রাখা হলে তারা পালিয়ে  যেতে পারবে না। সংস্থাটির প্রধান বাদি ওয়াসেসো বলেছেন, কুমিররা প্রায়ই মানুষের চেয়ে ভালো প্রহরা দেয়। কারণ, তারা ঘুষ খায় না।

ওয়াসেসো জানান, তিনি হিংস্র সরীসৃপবেষ্টিত দ্বীপের  খোঁজে ইন্দোনেশিয়ার বিভিন্ন দ্বীপপুঞ্জ ঘুরে দেখেছেন। তিনি বলেন, ‘আমরা বন্দীশালাকে ঘিরে যত বেশি সম্ভব কুমির জড়ো করব।’ তিনি আরও বলেন, ‘তারা (বন্দী) কুমিরকে ঘুষ দিতে পারবে না। পালিয়ে যাওয়ার জন্য কুমিরদের রাজি করাতে পারবে না।’ তবে ওয়াসেসোর এই পরিকল্পনাটি অবশ্য এখনই বাস্তবায়িত হচ্ছে না। সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরই তা বাস্তবায়িত হতে পারে। দেশটিতে মাদক সংক্রান্ত অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান চালু রয়েছে। বিবিসি

সর্বশেষ খবর