বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

২০১৭ তে মহাকাশে যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট

নিজস্ব প্রতিবেদক

২০১৭ তে মহাকাশে যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট

মহাকাশে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ ২০১৭ সালের ১৬ ডিসেম্বর উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী।

গতকাল হোটেল সোনারগাঁওয়ে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণের চূড়ান্ত ও প্রধান কার্যক্রম স্যাটেলাইট সিস্টেম ক্রয়ে  ১ হাজার ৯৫১ কোটি ৭৫ লাখ টাকার চুক্তি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং ফ্রান্সের মহাকাশ সংস্থা থ্যালেস এলেনিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়। এ সময় সচিব ফয়জুর উৎক্ষেপণের এ তারিখের কথা জানান। অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ ও ফ্রান্সের থ্যালেস এলেনিয়া স্পেসের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জ্যঁ লইক গ্যাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। ফরজুর রহমানের সভাপতিত্বে চুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বলেছিলেন, বাংলাদেশকে দাবায়ে রাখা যাবে না। আজ এই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৫৭টি স্যাটেলাইট মালিক দেশের ক্লাবে প্রবেশ করল। বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের পথে এগিয়ে গেল।’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফিয়া ওবার্ট। উল্লেখ্য, ২০ অক্টোবর সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বঙ্গবন্ধু স্যাটেলাইট সিস্টেম ক্রয়ের লক্ষ্যে ১ হাজার ৯৫১ কোটি ৭৫ লাখ টাকা ক্রয় প্রস্তাব অনুমোদন করে। ক্রয় কমিটি অনুমোদন দেওয়ার ২০ দিনের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হলো।

 

সর্বশেষ খবর