বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

চলছে গ্রেফতার অভিযান সারা দেশে আটক ৬৬০

প্রতিদিন ডেস্ক

চলছে গ্রেফতার অভিযান সারা দেশে আটক ৬৬০

নাশকতা প্রতিরোধে র‌্যাব, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে গতকাল দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াত নেতা-কর্মীসহ ৬৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অস্ত্রসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

রংপুর : বিএনপি ও জামায়াতের ২৮ কর্মীসহ ১০১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত জেলার আট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সুপার আবদুর রাজ্জাক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই ১ নভেম্বর থেকে শুরু হওয়া বিশেষ অভিযান অব্যাহত থাকবে। বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরা নাশকতা, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার আসামি। চট্টগ্রাম : বিশেষ অভিযান চালিয়ে ১৮৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি বন্দুক, ইয়াবা ও চোলাই মদ উদ্ধার করা হয়। জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছান বলেন, মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। যশোর : বিএনপি ও জামায়াতের ১৫ কর্মীসহ মোট ৬৮ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জেলা পুলিশ কন্ট্রোল রুম জানায়, আটকদের মধ্যে জামায়াতের ৭, শিবিরের ৫ এবং বিএনপির ৩ কর্মী রয়েছেন। অন্যরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। নীলফামারী : বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত কর্মীসহ বিভিন্ন মামলার ২০ আসামিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত তাদের আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন জানান, দেশব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়। সাতক্ষীরা : যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৩৯ কর্মীসহ ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আটটি থানায় অভিযানে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে বিএনপির ৫, জামায়াতের ২৯, শিবিরের ৬ জন ও নিয়মিত মামলার ২৬ আসামি রয়েছেন। জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) এনামুল হক জানান, র‌্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর বিশেষ অভিযানে সদর থানা থেকে ২৮, কলারোয়ায় ৫, তালায় ৫, কালিগঞ্জে ৮, আশাশুনিতে ৫, দেবহাটায় ৭, পাটকেলঘাটায় ৪ ও শ্যামনগর থানা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আদমদীঘি (বগুড়া) : মঙ্গলবার রাতে আদমদীঘি থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বশিকোড়া থেকে আবদুল জব্বার নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে। জব্বার চাঁপাপুর ইউনিয়ন জামায়াতের আমির এবং বশিকোড়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত কবির জানান, জামায়াত নেতা জব্বারের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ : জামায়াত-বিএনপির ২ কর্মীসহ ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাঁচ উপজেলায় মঙ্গলবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত বিশেষ অভিযানে নাশকতার আশঙ্কায় তাদের গ্রেফতার করা হয়। দিনাজপুর : বিভিন্ন উপজেলায় বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ৩৮ নেতা-কর্মীসহ ১০৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়। নাশকতাসহ বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত পুলিশ সদস্য মোশারফ হোসেন জানান, এদের মধ্যে ১৮ জন বিএনপি নেতা-কর্মী ও ১৯ জামায়াত এবং ১ জন শিবির কর্মী। গাইবান্ধা : পুলিশ অভিযান চালিয়ে সাদুল্যাপুর উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক রেজাউল করীমসহ বিভিন্ন থানার নাশকতা মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের ৪৩ নেতা-কর্মী এবং অন্য মামলায় ২০ জনকে গ্রেফতার করেছে। ঝিনাইদহ : বিভিন্ন উপজেলায় মঙ্গলবার মধ্যরাত থেকে গতকাল সকাল পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৭ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, চলমান অভিযানের অংশ হিসেবে বিএনপি ও জামায়াতের ৭ কর্মীকে গ্রেফতার করা হয়। বাগেরহাট : নাশকতাবিরোধী অভিযানে কচুয়া উপজেলা বিএনপির সভাপতি হাজরা আসাদুল ইসলাম পান্নাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কচুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শমশের আলী জানান, তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : সোনারগাঁ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ইউনিয়ন বিএনপি ও যুবদলের তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ জানান, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ফতুল্লায় যৌথবাহিনীর অভিযানে শিবির নেতা সৈকতসহ ৭ জন গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে বিজিবি, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সৈকতের বিরুদ্ধে পুলিশকে মারধর, গাড়িতে অগ্নিসংযোগসহ সদর ও ফতুল্লা মডেল থানায় ১০টি নাশকতার মামলা রয়েছে।

 

 

সর্বশেষ খবর