বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ঐশীর মামলার রায় আজ

আদালত প্রতিবেদক

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ। গত ৪ নভেম্বর মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ এ দিন ধার্য করেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান জানান, মামলার আসামিরা হলেন- নিহত দম্পতির মেয়ে ঐশী, ঐশীর বন্ধু আসাদুজ্জামান জনি ও মিজানুর রহমান রনি। এছাড়া অপর আসামি গৃহকর্মী খাদিজা আক্তার সুমি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার চলছে শিশু আদালতে। এরআগে রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষ হয়। এ মামলায় ৪৯ জন সাক্ষীর মধ্যে ৩৯ জন আদালতে বিভিন্ন সময় সাক্ষ্যগ্রহণ করে আদালত। এ বিষয়ে ঐশীর আইনজীবী তুহিন হাওলাদার ও মাহবুব হাসান রানা জানান, রাষ্ট্রপক্ষ মামলার অভিযোগ প্রমাণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তাই আমরা আদালতের কাছে আসামিকে খালাস দেওয়ার প্রার্থনা করেছি। মামলার নথিসূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজের বাসা থেকে পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২০১৩ সালের ১৭ আগস্ট নিহত মাহফুজুর রহমানের ছোট ভাই মো. মশিউর রহমান রুবেল পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ঘটনার তদন্ত করে ২০১৪ সালের ৯ মার্চ ঐশীকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আবুল খায়ের। পরে ২০১৪ সালের ৩০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর