শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

হুমায়ূন মেলায় সবাই যেন হিমু

নিজস্ব প্রতিবেদক

হুমায়ূন মেলায় সবাই যেন হিমু

সবার পরনে হলুদ পাঞ্জাবি আর সাদা পায়জামা। এ যেন সবাই হিমু। নন্দিত কথাশিল্পী ও চলচ্চিত্রকার প্রয়াত হুমায়ূন আহমেদের ৬৮তম জম্নদিনে চ্যানেল আই প্রাঙ্গণে গতকাল বসেছিল হুমায়ূন ও হিমু মেলা। সকাল ১০টায় চ্যানেল আই প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। দেশখ্যাত শিল্পী-সাহিত্যিক, চলচ্চিত্রকার, অভিনেতা-অভিনেত্রী, নাট্যকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে হিমু মেলায়। অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের জীবন ও কর্ম নিয়ে বিশিষ্টজনদের স্মৃতিচারণ, তার লেখা গান নিয়ে সংগীত পরিবেশনা, আবৃত্তি, নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক মেলার উদ্বোধনীতে বলেন, হুমায়ূন তার কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন চিরদিন। এ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে মোমবাতি প্রজ্বালন, কেক কাটা, মঞ্চনাটক উপস্থাপনসহ নানা অনুষ্ঠানের মাধ্যমে নন্দিত এ কথাসাহিত্যিকের জম্নদিন পালন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির বহুবচন থিয়েটারের আয়োজনে হুমায়ূন আহমেদের লেখা দেবী নাটক মঞ্চস্থ করা হয়। গাজীপুরের নুহাশ পল্লী, নিজ জেলা নেত্রকোনা এবং জামালপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে এই চলচ্চিত্র ও নাট্যকারের জম্নদিন পালন করা হয়েছে। নুহাশ পল্লীতে অনুষ্ঠানের আয়োজন করেন হুমায়ূন আহমেদের পরিবারের সদস্য, ভক্ত ও নুহাশ পল্লীর কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে নুহাশ পল্লীর সব স্থাপনায় মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে হুমায়ূন আহমেদের জম্নদিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সেখানে লেখকের প্রতিকৃতির ম্যুরাল উম্নোচন করা হয়। তার স্ত্রী মেহের আফরোজ শাওন নুহাশ পল্লীর লিচুতলায় ম্যুরালটি উদ্বোধন করেন। লেখকের দুই ছেলে নিষাদ ও নিনিদ বাবার ম্যুরালে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। পরে তারা লেখকের সমাধির পাশে গিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকে। হুমায়ূন আহমেদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দুই ছেলে নিষাদ ও নিনিদকে সঙ্গে নিয়ে অভিনেত্রী শাওন ম্যুরালের পাশেই হুমায়ূন আহমেদের জম্নদিনের কেক কাটেন। এ সময় কণ্ঠশিল্পী এস আই টুটুল, নুহাশ পল্লীর কর্মকর্তা-কর্মচারীসহ অতিথিরা উপস্থিত ছিলেন। এদিকে, লেখকের নিজ জেলা নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জম্নদিন পালিত হয়েছে। এ উপলক্ষে জেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের কুতুবপুরে নিজ হাতে গড়া শিক্ষাপ্রতিষ্ঠান ‘শহীদস্মৃতি বিদ্যাপীঠ’-এর উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে সকালে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে শহীদস্মৃতি বিদ্যাপীঠ চত্বরে লেখকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে জম্নদিনের কেক কাটা হয়। সেখানে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া দিনটি পালন উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও রাতে বাউল গানের আসর বসে। এদিকে লেখকের জম্নস্থান জেলার মোহনগঞ্জ পৌর এলাকার দৌলতপুরে তার মামার বাড়িতেও কেক কাটাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া জামালপুরে হুমায়ূন আহমেদের ৬৭তম জম্নদিন উপলক্ষে লেখকের ভক্তরা দিনব্যাপী হুমায়ূন উৎসবের আয়োজন করে। স্থানীয় বকুলতলা মোড় থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনারে সমাবেশ করেন তারা। এ ছাড়া আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মাধ্যমে ভক্তরা প্রিয় লেখকের জম্নদিন পালন করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর