শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

স্বাচিপের কাউন্সিল ঘিরে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধের স্বপক্ষের চিকিৎসকদের নিয়ে গড়ে ওঠা আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) চতুর্থ জাতীয় সম্মেলনে কমিটি গঠন নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। গতকাল বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের প্রথম অধিবেশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বেলা ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু স্বাচিপের বর্তমান কমিটির সভাপতি সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক কাউন্সিলে উপস্থিত না থাকায় নতুন নেতৃত্ব প্রত্যাশী ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন কিছুক্ষণ দেরি করে অনুষ্ঠান শুরু করতে বলেন। পরে বেলা আড়াইটায় সভাপতি ছাড়াই সম্মেলন শুরু করা হয়। বেলা পৌনে তিনটার দিকে মঞ্চে উঠে ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন মাইক বন্ধ রাখতে বলেন। মাইক বন্ধ রাখতে বলায় আরেক সভাপতি প্রার্থী ইকবাল আর্সলানের সমর্থকরা উত্তেজিত হয়ে ওঠেন। মোস্তফা জালালের সমর্থকরাও চড়াও হলে কাউন্সিলস্থলে উত্তেজনা বিরাজ করে। পরবর্তীতে সভাপতি আ ফ ম রুহুল হক অনুষ্ঠান স্থলে এলে সর্ব সম্মতিক্রমে দ্বিতীয় অধিবেশন স্থগিত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রথম অধিবেশনে দুই মন্ত্রী আগত কাউন্সিলদের নতুন নেতৃত্ব নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়িত্ব অর্পণ করতে বলেন। উপস্থিত কাউন্সিলরাও হাত তুলে তাদের বক্তব্য সমর্থন করেন। পরবর্তীতে বর্তমান কমিটির নেতারা দ্বিতীয় অধিবেশন স্থগিত ঘোষণা করেন। মাইক বন্ধ করার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মাইক বন্ধ করিনি, বলেছি- সভাপতি এলেই সভা শুরু করা হোক।’ আরেক সভাপতি প্রার্থী ডা. ইকবাল আর্সলানের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। অন্যদিকে প্রথম অধিবেশনে একটি বক্তব্যকে ঘিরে চরম উত্তেজনা দেখা যায়। অনুষ্ঠানের চরম অব্যবস্থাপনা ছিল চোখে পড়ার মতো।

সর্বশেষ খবর