শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
কুষ্টিয়ায় জাসদের হামলা

কেউ গ্রেফতার হয়নি ক্ষতিগ্রস্ত বাড়ি দেখলেন আওয়ামী লীগ নেতারা

কুষ্টিয়া প্রতিনিধি

আওয়ামী লীগ-জাসদের সংঘর্ষ ও হামলার পর পুরুষশূন্য হয়ে পড়েছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম। দিনের বেলা দু-চার জন পুরুষ মানুষ এলাকায় দেখা গেলেও রাত নামলে সুনসান হয়ে পড়ছে গোটা গ্রাম। গ্রেফতার ও হামলার আশঙ্কায় আতঙ্ক বিরাজ করছে। তবে কেউ গ্রেফতার হয়নি। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে ৬ নভেম্বর রাতে আওয়ামী লীগ সমর্থক মালিথা ও জাসদ সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত জাসদ সমর্থক বাবুল বুধবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এর জেরে ১২ নভেম্বর সকালে জাসদ সমর্থকরা আওয়ামী লীগ সমর্থকদের অন্তত ১৪টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। আতঙ্কিত লোকজন আবারও হামলার আশঙ্কায় বাড়ির মালামাল নছিমনে করে অন্যত্র সরিয়ে নেন।

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকতারুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম ছানা, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক আবু সাঈদ, বাহিরচর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু দাউদ, চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দীন প্রমুখ আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের কয়েকজন নারী সদস্যের সঙ্গে কথা বলেন। ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকতারুজ্জামান মিঠু বলেন, আদিম যুগের মতো বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে কোনো পুরুষ নেই। দু-এক জন নারীর সঙ্গে কথা হয়েছে তারা ঘটনার বর্ণনা দিয়েছেন। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, গ্রামের গুরুত্বপূর্ণ জায়গায় বিশেষ করে যাদের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে সেসব বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। ওসি আরও বলেন, গ্রাম পুরুষশূন্য হয়ে গেছে। আগুন লাগানোর ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর