শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
খাদেম হত্যা ও হামলার ঘটনা

রংপুর ও নীলফামারীতে জামায়াত নেতাসহ দুজন গ্রেফতার

প্রতিদিন ডেস্ক

রংপুরের কাউনিয়ায় মাজার শরিফের খাদেম রহমত আলীকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গতকাল আরও এক জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া নীলফামারীর সৈয়দপুরে প্রতীকী কারবালার খাদেম মোহাম্মদ হাসনাইনকে নামাজপড়া অবস্থায় কুপিয়ে আহত করার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

রংপুর থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, গতকাল ভোরে ঘটনাস্থলের অদূরে বাজেমশকুর গ্রামের নিজ বাড়ি থেকে জামায়াত নেতা আবু রায়হান রঞ্জুকে (৩৫) পুলিশ গ্রেফতার করেছে। রঞ্জু মধুপুর ইউনিয়ন জামায়াতের সদস্য। এ নিয়ে খাদেম রহমত আলী হত্যা ঘটনায় জামায়াতের তিন নেতাকে গ্রেফতার করা হলো। এর আগে একই ইউনিয়ন জামায়াত সদস্য মোর্শেদ আলী (৩৪) ও শহীদুল ইসলামকে (৩৫) গ্রেফতারের পর গত বৃহস্পতিবার তাদের তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনোরঞ্জন রায় জানান, রিমান্ডে থাকা দুই জামায়াত নেতার তথ্যের ভিত্তিতে আবু রায়হান রঞ্জুকে গ্রেফতার করা হয়েছে। তবে রাজাকার কমান্ডার আবদুস ছাত্তার মাওলানাকে গ্রেফতার করতে পারলে খুনের প্রকৃত রহস্য বেরিয়ে আসবে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। এদিকে নিহত খাদেমের ভাতিজা অ্যাডভোকেট ফেরদৌস ইসলাম জানিয়েছেন, মাজার শরিফে ওরসের আয়োজনকে রাজাকার কমান্ডার ছাত্তার মাওলানা ও স্থানীয় জামায়াত নেতারা ‘ধর্মবিরোধী কাজ’ বলে উপহাস করতেন। তারা কয়েকবার ওরস শরিফ বন্ধ করারও হুমকি দেন। এ বছরও ওরস না করার হুমকি দিয়ে আসছিলেন। নিহত রহমত তার মৃত বাবা আবদুস সাত্তারের নামে প্রতিষ্ঠিত মাজার শরিফের খাদেম ছিলেন। ২১ নভেম্বর আবদুস সাত্তারের মৃত্যুবার্ষিকী। প্রতি বছরের মতো এবারও মাজার প্রাঙ্গণে ওরস শরিফের প্রস্তুতি চলছিল।  নীলফামারী প্রতিনিধি জানিয়েছেন, খাদেম মোহাম্মদ হাসনাইনকে হত্যা চেষ্টার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. পাপ্পু হাতিখানা এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। উলে­খ্য, গত বৃহস্পতিবার মাগরিবের নামাজ পড়ার সময় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে খাদেম হাসনাইনের ঘাড়ে আঘাত করে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করান। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে সৈয়দপুরে প্রতীকী কারবালার খাদেম মোহাম্মদ হাসনাইনকে হত্যার চেষ্টার প্রতিবাদে গতকাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত। বিকালে সৈয়দপুর শহরের স্মৃতি অম্লান চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে হাজী আজহার সুলতানের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইমাম আহমেদ রেজা ফাউন্ডেশনের সহসভাপতি হিটলার চৌধুরী ভুলু, হাফেজ মাওলানা রেজোয়ান আল কাদেরী, হাফেজ মমিনুল ইসলাম, ছাত্রসেনা সভাপতি আশিফ আশরাফী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. রাসেল প্রমুখ। বক্তারা প্রশাসনের কাছে প্রতীকী কারবালার খাদেমকে হত্যার চেষ্টায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

সর্বশেষ খবর