রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
লন্ডনে ই-কমার্স মেলায় বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশে তিন বিলিয়ন ডলার বিনিয়োগের চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

লন্ডনে ইউকে-বাংলাদেশ ই-কমার্স মেলার উদ্বোধনী দিনে শুক্রবার চারটি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের মোট তিন বিলিয়ন ডলার বিনিয়োগের চুক্তি স্বাক্ষর হয়েছে। যুক্তরাজ্য ও সিঙ্গাপুরভিত্তিক ওই চার প্রতিষ্ঠান আগামী পাঁচ বছরে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে এ বিনিয়োগ করবে।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে  আরা বেগম। অন্যদিকে বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিমার্কের পক্ষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই, টেলিকম এশিয়ার প্রধান নির্বাহী মোহাম্মদ শাফায়েত আলম ও টেকশেডের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন টেকশেড ইউকের ব্যবস্থাপনা পরিচালক সুশান্ত দাশ গুপ্ত। এ ছাড়া সিঙ্গাপুরভিত্তিক টেলিকম আইটি প্রতিষ্ঠান টেলিকম এশিয়া বাংলাদেশের হাইটেক পার্কে এক বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

এর আগে শুক্রবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে দুই দিনব্যপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাংলাদেশকে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে দ্রুতবর্ধনশীল অর্থনীতির দেশ অ্যাখ্যা দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে তোফায়েল আহমেদ বলেন, তথ্যপ্রযুক্তি খাতে দক্ষিণ-পূর্ব এশিয়ায় পাইওনিয়ার হবে বাংলাদেশ। এ সময় তিনি যুক্তরাজ্য প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, দেশের তথ্যপ্রযুক্তি, ওষুধশিল্প, জাহাজ নির্মাণ, পাট ও কৃষি প্রক্রিয়াজাত শিল্প সবচেয়ে সম্ভাবনাময় এবং লাভজনক বিনিয়োগের খাত। এসব খাতে বিনিয়োগ করে প্রবাসীরা দেশের পাশাপাশি নিজেরাও লাভবান হতে পারেন। দেশে বিদেশি বিনিয়োগের সব ধরনের নিরাপত্তা দিতে সরকার অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আবদুল হান্নান, ব্রিটেনের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ার পল স্কেলি এমপি, জন রেডউড এমপি, সেকেন্ড ই-কমার্স ফেয়ারের অন্যতম স্পন্সর এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমদ ওবিই, এফবিসিসিআইর প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদ প্রমুখ। অনুষ্ঠানে ব্রিটিশ এমপি পল স্কেলি বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধির ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশ নিয়ে ব্রিটেনে ব্যাপক আগ্রহ রয়েছে। বাংলাদেশের আইসিটি খাতে ব্রিটিশ বিনিয়োগের ব্যাপারে আগ্রহও প্রকাশ করেন তিনি। পল স্কেলি জানান, বাংলাদেশিদের হাতে গড়া কারুশিল্প ব্রিটিশ অর্থনীতিতে প্রতিবছর প্রায় পাঁচ বিলিয়ন পাউন্ড যোগ করছে।

সর্বশেষ খবর