সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
বিশেষ অভিযান

জামায়াত-বিএনপিসহ আরও ৫১৬ জন গ্রেফতার

প্রতিদিন ডেস্ক

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরোধে পুলিশ ও যৌথ বাহিনী গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াত-বিএনপিসহ আরও ৫১৬ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে চট্টগ্রামে ১২০, রংপুরে ৭৪, খুলনায় ৫৩, সাতক্ষীরায় ৪৬, নীলফামারীতে ৫৩, সুনামগঞ্জে ৪৬, চাঁপাইনবাবগঞ্জে ৪২, হবিগঞ্জে ২৫, লালমনিরহাটে ১৭, গাইবান্ধায় ২০, ঝিনাইদহে  ১০, মেহেরপুরে ৬, বান্দারবানে ১, বগুড়ায় ২ এবং ময়মনসিংহে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

চট্টগ্রাম : চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ১২০ জনকে গ্রেফতার করেছে। গতকাল সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছান জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপি-জামায়াত ছাড়াও নিয়মিত মামলার আসামি রয়েছে। খুলনা : পুলিশের বিশেষ অভিযানে খুলনায় বিএনপি ও জামায়াতের ৫৩ নেতা-কর্মী গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন মহানগরীর সোনাডাঙ্গা থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক মুন্সী জাকির, ২১ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক বাবুল ফারাজী, দৌলতপুর থানা যুবদলের সাবেক সভাপতি মো. আকবর ও দিঘলিয়া থানা জামায়াতের আমির সাইফুল মোল্লা। ঝিনাইদহ : নাশকতার অভিযোগে গতকাল সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ ১০ বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে শিবির-বিএনপির ১০ নেতা-কর্মীসহ ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে আটজন বিএনপির এবং গোমস্তাপুর উপজেলা ছাত্রশিবিরের অর্থবিষয়ক সম্পাদক আজম আলীসহ দুজন শিবিরের নেতা রয়েছেন। গ্রেফতারকৃতদের মধ্যে ৩০ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং ১২ জন নিয়মিত মামলার আসামি। নীলফামারী : জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে পুলিশ ৫৩ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে জামায়াত-বিএনপির ৩৮ জন রয়েছে। সাতক্ষীরা : যৌথবাহিনী সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের আরও ২১ কর্মীসহ ৪৬ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে বিএনপির তিনজন ও জামায়াত-শিবিরের ১৮ জন কর্মীসহ নিয়মিত মামলার ২৫ জন আসামি রয়েছেন। গাইবান্ধা : জেলায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ আরও ২০ জনকে গ্রেফতার করেছে। পুলিশ কন্ট্রোল রুম জানায়, পলাশবাড়ী থানায় দুজন সাজাপ্রাপ্ত আসামিসহ চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ও বিভিন্ন মামলায় জেলার ৭ উপজেলা থেকে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। রংপুর : রংপুরে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৮ কর্মীসহ ৭৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকাল ৮টা পর্যন্ত জেলার আট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরা নাশকতা, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার আসামি এবং অন্যরা মাদক সেবন, মাদক বিক্রি, জুয়া, ছিনতাই, চুরি, রাহাজানি, ডাকাতি, হত্যা ও খুনের মামলার আসামি। বগুড়া : জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির ও কাহালুর মুরইল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম আবদুল হককে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। তাকে মুরইল সড়ক থেকে গ্রেফতার করা হয়। এ ছাড়া নন্দীগ্রামে ইসলামী ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি আবদুল আলীমকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। তিনি রিধইল গ্রামের ছাবের আলীর পুত্র। বগুড়ার নন্দীগ্রাম থানার ওসি হাসান শামীম ইকবাল জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। ময়মনসিংহ : গতকাল সকালে ফুলবাড়িয়া পৌর জামায়াতের আমির নুরুল ইসলামকে (৫৫) পুলিশ গ্রেফতার করেছে। তিনি নাশকতা মামলার আসামি বলে থানা সূত্র জানিয়েছে। সুনামগঞ্জ : বিশেষ অভিযানে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৪৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের ৩৫ জনের বিরুদ্ধে আদালতের পরোয়ানা রয়েছে। বাকি ১১ জনের মধ্যে ৪ জন বিএনপির সমর্থক। নোয়াখালীতে ৮ জনের আত্মসমর্পণ : গতকাল দুপুরে নোয়াখালী জেলা যুবদলের সেক্রেটারি কাম্যাক্ষা চন্দ্র দাসসহ যুবদল-বিএনপির ৮ নেতা-কর্মী নোয়াখালীর আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন। তাদের বিরুদ্ধে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও দুজনকে হত্যা করার অভিযোগ রয়েছে।

সর্বশেষ খবর