মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সংসদের মূল নকশায় এলেই অবৈধ স্থাপনা উচ্ছেদ : গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, লুই কানের জাতীয় সংসদের মূল নকশায় এলেই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। কারও কবর আমরা উঠিয়ে নিয়ে যাব না। আমরা লুই কানের মূল নকশায় ফিরে যাব। লুই আই কানের মূল নকশায় কোনো কবরস্থান দেখানো হয়নি। যারা নকশা পরিবর্তন করেছেন তাদের জবাবদিহি করতে হবে। আমি চট্টগ্রামের জন্য অনেক কিছু করেছি, তাই বলে কি চট্টগ্রামের আবদুল আজিজ স্টেডিয়ামের  মাঝখানে আমার কবর দেওয়া হবে? লুই কান জাতীয় সংসদ ভবন চত্বরে কবর দেওয়ার কোনো স্থান চিহ্নিত করে যাননি। বিভিন্ন সরকার বিভিন্ন সময় এসব সিদ্ধান্ত দিয়েছে। তাই লুই কানের মূল নকশা ফিরিয়ে এনে তা রক্ষা করা হবে। ভারত সরকার যেভাবে তাজমহল রক্ষা করছে আমরা সেভাবে সংসদ ভবনের মূল নকশা রক্ষা করব।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকালের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের ফজিলাতুন নেসা বাপ্পি ও জাসদের শিরীন আক্তারের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে লুই আই কান প্রণীত সংসদ ভবনের মূল নকশা আনা হলে তার আলোকে সংসদ ভবনসহ তৎসংলগ্ন এলাকার সব স্থাপনার সুষ্ঠু সংরক্ষণ এবং সমন্বয় করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আরও বলেন, সরকারি নির্দেশনায় বিভিন্ন সময় সংসদ ভবন চত্বরে কবর গড়ে তোলা হয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় লুই আই কান প্রণীত সব নকশা পেনসিলভানিয়া ইউনিভার্সিটি ইউএসএ, আর্কিটেকচারাল আর্কাইভ থেকে সংগ্রহের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। ইতিমধ্যে মহামান্য আদালত এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। সেলিনা বেগমের এক প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জানান, সংসদ ভবন ঝুঁকির মধ্যে নেই। আ ফ ম বাহাউদ্দিন নাছিমের এক প্রশ্নের জবাবে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানান, ঢাকা মহানগরীতে ইমারত নির্মাণে উচ্চতা নির্ধারণের জন্য অঞ্চলভিত্তিক হাইট জোট নির্ধারণে রাজউক ইতিমধ্যেই বুয়েটের মাধ্যমে একটি প্রাথমিক সমীক্ষা সম্পন্ন করেছে। এ ছাড়া ঢাকা মহানগরীর পরবর্তী ডেটেইল্ড এরিয়া প্ল্যান (২০১৬-২০৩৫) প্রণয়নের কাজ শুরু হয়েছে। যার একটি উলে­খযোগ্য কম্পোনেন্ট হচ্ছে হাইট জোনিং। ফলে উক্ত ড্যাপের সুপারিশ অনুযায়ী রাজউক ভবিষ্যতে বিধিমালা সংশোধনসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে যততত্র বহুতল ভবন নির্মাণ বন্ধের প্রয়াস নেবে।

সর্বশেষ খবর