মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

গাজীপুর হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

গাজীপুর প্রতিনিধি

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরকে চিকিৎসা ও চেকআপের জন্য গতকাল গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল। দুপুর সাড়ে ১২টার দিকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হাসপাতালে আনা হয়।

জেল সুপার সুব্রতকুমার বালা জানান, লুৎফুজ্জামান বাবরের কোনো শারীরিক সমস্যা আছে কিনা, তা পরীক্ষা-নিরীক্ষার জন্য আদালতের নির্দেশে তাকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে  পাঠানো হয়। চিকিৎসা ও চেকআপ শেষে পুনরায় কারাগারে ফেরত আনা হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আবদুস সালাম সরকার জানান, দুপুর সাড়ে ১২টার দিকে লুৎফুজ্জামান বাবরকে হাসপাতালে আনা হয়। পরে চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে তার পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা করা হয়। মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন ডা. জয়ন্তকুমার সাহা, ডা. মোহাম্মদ দুরুল হুদা, ডা. ওয়াকিল আহমেদ, ডা. মোস্তফা কামাল। বাবর অ্যাজমা, ব্যাকপেইন ও পেটের পীড়াসহ বিভিন্ন রোগে ভুগছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর