মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

অপহরণের টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষে নিহত ১

কক্সবাজার প্রতিনিধি

অপহরণের টাকার ভাগ নিয়ে দুই গ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ আবদুর রশিদ নামে অপহরণকারী চক্রের প্রধান নিহত হয়েছেন। গতকাল ভোরে কক্সবাজার সদরের ঈদগাঁও ভোমরিয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ একটি বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ মাহমুদ ভুইয়া জানান, নিহত রশিদের বিরুদ্ধে  খুন, ডাকাতি, অপহরণ, ছিনতাইসহ ১৭টির বেশি মামলা রয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, অপহরণের টাকা ভাগাভাগি নিয়ে চক্রের সদস্য রশিদ ও ভেটকার মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দুই গ্রুপের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ হয়। স্থানীয়রা গুলির শব্দ শুনে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে অপহরণকারী বাহিনীর প্রধান আবদুর রশিদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, আবদুর রশিদ ঈদগাঁও-ঈদগড় সড়কে অ্যাম্বুলেন্স থামিয়ে নাইক্ষ্যংছড়ির সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে অপহরণ ঘটনার প্রধান আসামি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর